ইবাদত সালাতইসলাম শিক্ষা

কোরবানির ঈদ কত তারিখে 2022 – ঈদুল আজহার কুরবানি

কোরবানির ঈদ কত তারিখে 2022

Rate this post

কোরবানির ঈদ কত তারিখে 2022

কোরবানির ঈদ কত তারিখে 2022 : সারা বিশ্বের মুসলিমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য প্রতি বছর এই দিবসটি উদ্‌যাপন করে। হিজরি বর্ষপঞ্জি হিসাবে জিলহজ্জ্ব মাসের ১০ তারিখ থেকে শুরু করে ১২ তারিখ পর্যন্ত ৩ দিন ধরে ঈদুল আজহার কুরবানি চলে। হিজরি চান্দ্র বছরের গণনা অনুযায়ী ঈদুল ফিতর এবং ঈদুল আজহার মাঝে ২ মাস ১০ দিন ব্যবধান থাকে। দিনের হিসেবে যা সর্বোচ্চ ৭০ দিন হতে পারে।

Eid al-Fitr 2022 in Bangladesh began in the evening of
Monday, May 2
and ended in the evening of
Tuesday, May 3

সাধারণত আমাদের দেশে কুরবানির মাংস তিন ভাগে ভাগ করে ১ ভাগ গরিব-দুঃস্থদের মধ্যে ১ ভাগ আত্মীয় স্বজনদের মধ্যে এবং ১ ভাগ নিজেদের খাওয়ার জন্য রাখা হয়। তবে মাংস বিতরণের কোন সুস্পষ্ট হুকুম নেই কারণ কুরবানির হুকুম পশু জবেহ্‌ হওয়ার দ্বারা পালন হয়ে যায়। কুরবানির পশুর চামড়া বিক্রির অর্থ দান করে দেয়ার নির্দেশ রয়েছে।

পদ্মা সেতুর পিলার কয়টি -পদ্মা সেতুর দৈর্ঘ্য কত পদ্মা

পদ্মা সেতু বিশ্বের কততম সেতু – পদ্মা সেতুর দৈর্ঘ্য কত পদ্মা

পদ্মা সেতুর দৈর্ঘ্য কত – পদ্মা সেতু সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর !

ঈদের দিন শুরু হয় ঈদের নামাজের জন্য গোছল করে এবং নতুন কাপড় পরিধান করে। সকল মুসলিম ছেলেদের জন্য এই ঈদের দুই রাকাত নামাজ আদায় করা ওয়াজিব এবং মহিলাদের জন্য এই নামাজ সুন্নাত।

বাংলাদেশের মুসলিমরা সাধারণত গরু ও ছাগল কুরবানি পাশাপাশি আর কি দিয়ে থাকেন?

  • এছাড়া কেউ কেউ ভেড়া, মহিষ, উট, দুম্বাও কোরবানি দিয়ে থাকেন।
  • ২০১৯ সালে বাংলাদেশে কোরবানির পশুর চাহিদা ছিল ১ কোটি ১০ লক্ষ আর বাংলাদেশে কোরবানির উপযোগী পশুর সংখ্যা ছিল ১ কোটি ১৮ লক্ষ।
  • ২০১৮ সালে বাংলাদেশে কোরবানিকৃত পশুর সংখ্যা ছিল ১ কোটি ৫ লাখ।
  • এক ব্যক্তি একটি গরু, মহিষ, উট, ছাগল, ভেড়া বা দুম্বা কুরবানি করতে পারেন।
  • তবে গরু, মহিষ ও উটের ক্ষেত্রে সর্বোচ্চ ৭ ভাগে কুরবানি করা যায় অর্থাৎ ২, ৩, ৫ বা ৭ ব্যক্তি একটি গরু কুরবানিতে শরিক হতে পারেন।
  • কুরবানির ছাগলের বয়স কমপক্ষে ১ বছর হতে হবে।
  • গরু ও মহিষের বয়স কমপক্ষে ২ বছর হতে হবে।
    নিজ হাতে কুরবানি করা ভাল।
  • কুরবানি প্রাণীর দক্ষিণ দিকে রেখে কিবলামুখী করে, ধারালো অস্ত্র দিয়ে ‘বিসমিল্লাহি আল্লাহু আকবার’ বলে জবাই করতে হয়।
কুরবানী ঈদ ২০২২
কুরবানী ঈদ ২০২২

Tag: কোরবানির ঈদ কত তারিখে 2022, 2022 সালের রোজার ঈদ কত তারিখে, রোজার ঈদ কত তারিখে গেছে, ঈদ কবে, ২০২০ সালের কোরবানির ঈদ কত তারিখে হবে, কোরবানির ঈদ কবে, বাংলাদেশের কুরবানি ঈদ কবে, ঈদ মোবারক 2022 ভিডিও,

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button