ইসলাম শিক্ষাকুরআনের আলোজরুরী দোয়া সমূহ

গুনাহ থেকে বাঁচার উপায়

Rate this post

গুনাহ থেকে বাঁচার উপায় গুনাহ মাফ

গুনাহ থেকে বাঁচার উপায় আমার আমলনামায় কত গুনাহ আছে? সাগরের ফেনারও চেয়েও বেশি? ভয় নেই। নবীজি সা. আশ্বাস দিয়েছেন। আমি যদি প্রতিদিন ১০০ বার করে (سُبْحانَ اللَّهِ وبِحَمْدِهِ) সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়তে পারি, আমার গুনাহ সাগরের ফেনাপরিমাণ হলেও, আল্লাহ মাফ করে দিবেন (বুখারী ৬৪০৫)।
✅ গুনাহের সাগরে হাবুডুবু খাচ্ছি? ভয় নেই। নবীজি বলেছেন,
أستغفرُ اللهَ الَّذي لا إلهَ إلّا هو الحيُّ القيُّومُ وأتوبُ إليه
আস্তাগফিল্লাহাল্লাযী লা ইলাহ ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুমু ওয়া আতূবু ইলাইহি।
আমার যাবতীয় গুনাখাতা মাফ করে দেয়া হবে। কতবার পড়তে হবে, নবীজি কোনও সংখ্যা বলেননি। কায়মনোবাক্যে অনুতপ্ত হয়ে একবার বললেও রব্বে কারীম মাফ করে দেবেন। ইন শা আল্লাহ (মিশকাত ২৩৫৩)।
✅ অনেক বেশি গুনাহ করে ফেলেছি? আমি শত বছর গুনাহ করলেও, রাব্বে কারীমের ক্ষমার অতল সাগরে সেসব কিছুই না। নবীজি সা. বলেছেন, যে কেউ বলবে,
لا إله إلا اللهُ واللهُ أكبرُ ولا حولَ ولا قوةِ إلا باللهِ
লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুউয়াতা ইল্লা বিল্লাহ।
সাগরের ফেনাসম গুনাহ হলেও, তাকে মাফ করে দেয়া হবে (সহীহুল জামে ৫৬৩৬)।

জন্ম নিবন্ধন দেখব Online – জন্ম নিবন্ধন যাচাই অনলাইন চেক

শবে বরাতের রোজার নিয়ত

গুনাহ থেকে বাঁচার উপায়

✅গুনাহের সাগরে হাবুডুবু খাচ্ছি? হতাশ হওয়ার কিছু নেই। রাব্বে কারীমের ক্ষমার কাছে আমার শতবর্ষী গুনাহ কিছুই না। নবীজি সা. বলেছেন, যে ব্যক্তি খাবার খেয়ে বলবে,
الحمدُ للَّهِ الَّذي أطعَمَني هذا ورزَقنيهِ من غيرِ حولٍ منِّي ولا قوَّةٍ
আলহামদুলিল্লাহিল্লাযী আতআমানী হাযা ওয়া রাযাকানীহি মিন গাইরি হাওলিম মিন্নী ওয়ালা কুউয়াহ।
তার অতীতের যাবতীয় গুনাহ মাফ করে দেয়া হবে (সহীহুল জামে ৬০৮৬)।
সারাদিনে কতকিছুই তো খাই। প্রতিবারে এই একটি দোয়া পড়েই তো আমলনামা সাফসুতরো রাখতে পারি।
✅ গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে পড়লেও, রাব্বে কারীমের ক্ষমা সবসময়ই অক্লান্ত। অবিশ্রান্ত। নবীজি সা. বলেছেন, যে ব্যক্তি পোশাক পরে বলবে,
الحمدُ للهِ الَّذي كَسانِي هذا ورزقنِيِه مِن غيرِ حولٍ منِّي ولا قوَّةٍ
আলহামদুলিল্লাহিল্লাযী কাসানী হাযা, ওয়া রাযাকানীহি মিন গাইরি হাওলিম মিন্নী ওয়ালা কুউয়াহ।
তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেয়া হবে (আবূ দাউদ ৪০২৩)।
আমি সারাদিনে কতবার পোশাক পরি? টুপি পরি? জামা পরি? প্রতিবারে দোয়াখানা পড়লে, আমলনামায় গুনাহের নামগন্ধও থাকবে?
রাব্বে কারীম তাওফীক দান করুন। আমীন।

গুনাহ থেকে বাঁচার উপায়
গুনাহ থেকে বাঁচার উপায়

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button