গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানপরামর্শযেকোনো সরকারি জবের জন্য সাধারণ জ্ঞান

বরিশাল সম্পর্কে কিছু তথ্য – বরিশাল বিভাগের ইতিহাস

বরিশাল সম্পর্কে কিছু তথ্য - বরিশাল বিভাগের ইতিহাস

Rate this post

বরিশাল সম্পর্কে কিছু তথ্য

বরিশাল সম্পর্কে কিছু তথ্য ‘ধান, নদী, খাল এই তিনে বরিশাল’ প্রবাদটি হয়তো অনেকেই শুনেছি। হয়তো নগরায়নের ফলে দিনে দিনে হারিয়ে যাচ্ছে চিরো চেনা এই বরিশাল। কিন্তু প্রগতির সাথে তাল মিলিয়ে বরিশাল এখন হয়ে উঠেছে বাংলাদেশের অন্যতম একটি বিভাগ।

অনলাইনে ই পাসপোর্ট চেক করার নিয়ম ২০২২

সকাল সন্ধ্যার দোয়া ও জিকির

বরিশাল সম্পর্কে কিছু তথ্য জেনে নেই। ( জনশুমারি-২০২২ তথ্য অনুসারে)
• বাংলাদেশের মধ্যে সবথেকে কম ঘনবসতিপূর্ণ বিভাগ হিসেবে শীর্ষে বরিশাল।
• বাংলাদেশের মধ্যে সবথেকে কম জনসংখ্যা বরিশালে।
• বাংলাদেশের মধ্যে স্বাক্ষরতার হার সর্বোচ্চ বরিশালে।
• শিক্ষিত-অশিক্ষিত লোকেদের অনুপাতে শিক্ষিত লোকের হার বেশি বরিশালে।
• বাংলাদেশের মধ্যে ডিভোর্সের হার কম বরিশালে।
• সারা বাংলাদেশের মধ্যে নারী শিক্ষার অগ্রগতির শতাংশ বেশি বরিশালে।
• বাংলাদেশের মধ্যে শিশু শ্রমিকের সংখ্যা কম বরিশালে।
• এমনকি প্রাইমারি স্কুলের শিক্ষার্থীদের শতকরা হার বেশি বরিশালে।
• বাংলাদেশের মধ্যে অভ্যন্তরীণ কৃষি উৎপাদন বেশি বরিশালে।
• বাংলাদেশের মধ্যে মাছ উৎপাদনে এগিয়ে আছে বরিশাল।
• বাংলাদেশের মধ্যে জন্ম-নিয়ন্ত্রণ হার সব থেকে বেশি বরিশালে।
এছাড়া Global Index এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্যানুযায়ী বাংলাদেশে সবথেকে বিশুদ্ধ বাতাস বরিশালে,পরিবেশ দূষণের হার সবচেয়ে কম বরিশালে, সবথেকে বসবাস উপযোগী শহরের মধ্যে যৌথভাবে খুলনার সাথে প্রথমে আছে বরিশাল।
আমরা বরিশালের যারা আছি, চলুন ব্যবসা বাণিজ্য ও চাকরির ক্ষেত্রে ঢাকা কেন্দ্রিক না হয়ে বরিশালেই খুলে দেই সম্ভাবনার দ্বার।
তথ্যসূত্র: ইন্টারনেট।

বরিশাল সম্পর্কে কিছু তথ্য
বরিশাল সম্পর্কে কিছু তথ্য

Tag: বরিশাল সম্পর্কে কিছু তথ্যবরিশাল বিভাগের থানা সমূহ, বরিশাল জেলার গ্রাম কয়টি, বরিশাল বিভাগের ইতিহাস, বরিশাল বিভাগ কত সালে প্রতিষ্ঠিত হয়, বরিশাল জেলার ইউনিয়ন সমূহ, এক নজরে বরিশাল বিভাগ, বরিশাল জেলা উইকিপিডিয়া, বরিশাল শহরের ম্যাপ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button