Bangladesh Railway Job Circularcircularnews24অনলাইনে ট্রেনের টিকেটগুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানসরকারি সেবা

বাংলাদেশ রেলওয়ে টিকিট ট্রেনের টিকিট ওয়েবসাইটে, কিনবেন যেভাবে

Rate this post

বাংলাদেশ রেলওয়ে টিকিট: দেশের ৭৭টি স্টেশনে শনিবার (২৬ মার্চ) সকাল ৮টা থেকে আবারও অনলাইনে টিকিট বিক্রি করবে বাংলাদেশ রেলওয়ে। তবে কোনো অ্যাপ নয়, নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে এ টিকিট কেনা যাবে। এক্ষেত্রে ওয়েবসাইটে ঢুকে প্রথমেই রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। এরপর কয়েকটি ধাপ সম্পন্ন করে যাত্রীরা টিকিট কিনতে পারবেন।

বাংলাদেশ রেলওয়ে টিকিট

রেলওয়ের পরিচালক ট্রাফিক (বাণিজ্যিক) নাহিদ হাসান খানের সই করা এক অফিস আদেশে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।তবে ওয়েবসাইটে ছাড়াও দেশের সব স্টেশনের কাউন্টারেও টিকিট পাওয়া যাবে।

নতুন প্রক্রিয়ায় ট্রেনে ভ্রমণের জন্য প্রথমে www.eticket.railway.gov.bd ওয়েবসাইটে প্রবেশ (২৬ মার্চ সকাল ৮টা থেকে প্রবেশ করা যাবে) করতে হবে। ওয়েবসাইটের নিচের দিকে ‘Registration’ অপশন থাকবে, সেখানে ক্লিক করলে ‘Create an Account’ নামের নতুন একটি পেজ আসবে।

সেখানে ‘Personal Information’ সংশ্লিষ্ট খালি অংশে প্রয়োজনীয় তথ্যাদি দিয়ে পূরণ করতে হবে। এরপর ‘Security code’ অপশনের পাশে প্রদর্শিত ‘Security Code’ দিয়ে পূরণ করে ‘Register’ অপশনে ক্লিক করতে হবে।

সব তথ্য সঠিক থাকলে ‘Registration Successful’ নামে নতুন একটি পেজ আসবে। ই-টিকিটিং সিস্টেম থেকে তাৎক্ষণিকভাবে আপনার দেওয়া ই-মেইলে বাংলাদেশ রেলওয়ে থেকে একটি ই-মেইল পাঠানো হবে। মেইলটি খুললে সেখানে ‘Click’ অপশন থাকবে, লিংকটিতে ক্লিক করলে রেজিস্ট্রেশন বা নিবন্ধন প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হবে।

ট্রেনের টিকিট ক্রয়

সফলভাবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার পরই কেবল নির্দিষ্ট সময়ে ওয়েবসাইটে ঢুকে যাত্রীরা টিকিট কিনতে পারবেন। টিকিট কিনতে প্রথমে www.eticket.railway.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।

সেখানে ঢুকলেই ‘Log in’-এর প্যানেল আসবে। প্যানেলে ই-মেইল (যে ই-মেইল দিয়ে রেজিস্ট্রেশন করা হবে), পাসওয়ার্ড এবং সিকিউরিটি কোড পূরণ করে ‘Log in’ অপশনে ক্লিক করতে হবে। এরপর আসবে ‘Purchase ticket’ অপশন।

ওই পেজ থেকে আপনি কোন স্টেশন থেকে যাত্রা করবেন, কোন স্টেশনে যাবেন, ট্রেনের নাম, ভ্রমণের তারিখ, শ্রেণি (শোভন, এসি চেয়ার ও কেবিন) ও টিকিট সংখ্যা জানিয়ে ফাঁকা ঘরগুলো পূরণ করতে হবে।

এরপর যদি ওই ট্রেনের টিকিট বা আসন ফাঁকা থাকা তবে ‘Registration Seat Available’ বলে জানানো হবে। একইসঙ্গে টিকিটের দাম জানিয়ে দেওয়া হবে। যাত্রীকে এবার ‘Purchase ticket’ অপশনে ক্লিক করতে হবে।

টিকিট এর জন্য এখানে ক্লিক করুন

ক্রেডিট কার্ড, ক্যাশ কার্ড কিংবা ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে টিকিটের টাকা পরিশোধ করতে হবে। টাকা পরিশোধ হলে কিছুক্ষণের মধ্যে যাত্রীর ই-মেইলে (রেজিস্ট্রেশনে দেওয়া) টিকিট পাঠিয়ে দেওয়া হবে।

এখানে দেখুন 

ই-মেইলে পাঠানো টিকিটটি প্রিন্ট করে ছবি ও আইডি কার্ডসহ সংশ্লিষ্ট স্টেশনে গিয়ে যাত্রার আধাঘণ্টা আগে ছাপানো টিকিটটি সংগ্রহ করতে হবে।

বাংলাদেশ রেলওয়ে টিকিট
বাংলাদেশ রেলওয়ে টিকিট

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button