Education | শিক্ষাপরামর্শশিক্ষাসমাধান

শিক্ষা প্রতিষ্ঠানের জন্য শিক্ষামূলক শ্লোগান -প্রাথমিক শিক্ষা সংবাদ

শিক্ষা প্রতিষ্ঠানের জন্য শিক্ষামূলক শ্লোগান

Rate this post

শিক্ষা প্রতিষ্ঠানের জন্য শিক্ষামূলক শ্লোগান প্রাথমিক শিক্ষা সংবাদ- প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে সমাবেশ ও র‌্যালিতে শিক্ষামূলক কিছু স্লোগান বলা হয়ে থাকে। অনেকের হায়তো শিক্ষামূলক স্লোগান নিয়ে অনেক ধারণা রয়েছে তবে আমাদের অনেকেরই এই শিক্ষামূলক স্লোগান সম্পর্কে খুব একটা ধারনা নেই। আমরা আজকে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য শিক্ষামূলক কিছু স্লোগান নিয়ে আলোচনা করব।
স্লোগানগুলো বিভিন্ন ওয়েবসাইট, ফেসবুক পোস্ট, ফেসবুক কমেন্টস সহ বিভিন্ন জায়গা থেকে কালেকশন করা। আপনাদের যাদের প্রয়োজন তারা এখান থেকে স্লোগানগুলো দেখে নিয়ে আপনার কাছে সংরক্ষণ করতে পারেন অথবা স্লোগানগুলো ব্যানার করে আপনার স্কুলে টানিয়ে রাখতে পারেন।
💠 শিক্ষামূলক শ্লোগান- 📖🖋️ বাংলাদেশ সেনাবাহিনীতে ট্রেড-২ বিশেষ পেশায় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹
১)‌ শিক্ষার আলো, ঘ‌রে ঘ‌রে জ্বা‌লো।
২) করব মোরা মাদক বর্জন, গড়ব মোরা সুখের জীবন।
৩) পাঁচ বছর বয়স হলে শিশু যাবে স্কুলে
৪) শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ।
৫) পরের ধন নাহি লবে, চির দিন সুখে রবে।
৬) শিক্ষিত মা এক সুরভিত ফুল, প্রতিটি ঘর হবে এক একটি স্কুল।
৭) আমার স্কুল, আমার দেশ, পরিষ্কার রাখবো পরিবেশ।
৮) সুস্থ দেহ প্রশান্ত মন, কর্ম ব্যস্ত সুখি জীবন।
৯) সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ।
১০) অন্যের সাথে তেমন আচরণ করো,যেমনটি তুমি নিজের জন্য আশা করো।
১১) দূর্নীতিকে না বলি, সতভাবে জীবন গড়ি।
১২) শেখার তরে এসো,সেবার তরে বেড়িয়ে পড়ো।
১৩) এমন জীবন তুমি করিবে গঠন, মরনে হাসিবে তুমি কাদিবে ভূবন।
১৪) লেখাপড়া শিখে মোরা, উঠব হয়ে দেশের সেরা।
১৫) শিক্ষা জাতির অধি কার, শিক্ষা জাতির অহংকার।
১৬) লেখাপড়া শিখব, সোনার বাংলা গড়ব।
১৭) বিদ্যালয় আমার ঘর, রাখব সদা পরিষ্কার।
১৮) লাল ফুল নীল ফুল, শিশু হলো বিদ্যালয়ের ফুল।
১৯) বিদ্যালয়ের শ্রেণিকক্ষ, পরিষ্কার রাখব পরিষ্কার রাখব।
২০) ছেলে মেয়ে বিভেদ নাই, চলো সবাই স্কুলে যাই।
২১) ধনী গরিব বিভেদ নাই, চলো সবাই স্কুলে যাই।
২২) শিক্ষা আমার অধিেকার, শিক্ষা অামার অহংকার।
২৩) শিক্ষাই জীবনের মূল, ঝরে পড়া বিরাট ভুল।
২৪) বিদ্যালয়ে আসবে যারা, সুখি জীবন গড়বে তারা।
২৫) সদা সত্য কথা বলব, মোরা সুখি জীবন গড়ব।
২৬) কৃষক বলে শ্রমিক ভাই, শিক্ষা ছাড়া উপায় নাই।
২৭) যদি চাও দেশের উন্নতি, শিক্ষা ছাড়া নাইরে গতি।
২৮) দিন বদলের বইছেউ হাওয়া, শিক্ষা মোদের প্রথম চাওয়া।
২৯) শিক্ষা শিক্ষা শিক্ষা চাই, শিক্ষা ছাড়া উপায় নাই।
৩০) একীভূত শিক্ষা, হোক মোদের দীক্ষা।
৩১) লেখাপড়ার বিকল্প নাই, চলো সবাই স্কুলে যাই।
৩২) আমরা শিশু জাতির মূল, বিদ্যালয়ে ফোটাই ফুল।
৩৩) নারী পুরুষ সবাই সমান, শিক্ষা দিয়ে করব প্রমাণ।
৩৪) নতুন বছর নতুন দিন, নতুন বইয়ে হোক রঙিন।
৩৫) কনুই তুলে মারব হাঁচি, অন্যকে বাঁচাই নিজে বাঁচি।
৩৬) শিশুর বয়স হলে ছয়, ভর্তি কর বিদ্যালয়।
৩৭) শতভাগ ভর্তির হার, বাংলাদেশের অহংকার।
৩৮) নখ কাটি চুল ছাঁটি, থাকব মোরা পরিপাটি।
৩৯) বিদ্যালয়ের আঙ্গিনা, পরিষ্কার রাখব।
৪০) নিরক্ষর থাকব না, দেশের বোঝা হব না।
৪১) বাংলাদেশ বাংলাদেশ, চিরজীবি হোক চিরজীবি হোক।
৪২) এসো বোন এসোঁ ভাই, চলো সবাই স্কুলে যাই।
৪৩) হিন্দু মুসলিম ভাই ভাই, সুস্থ্য সুন্দর মন চাই।
৪৪) যেখানে সেখানে ময়লা ফেলব না, পরিবেশ নষ্ট করব না করব না।
৪৫) সুস্থ যদি থাকতে চান, পুষ্টিকর খাবার খান।
৪৬) শতভাগ ভর্তির হার, জাতির জন্য অহংকার।
৪৭) নিয়মিত নখ কাটো,রোগ জীবানু দূরে রাখ।
৪৮) করব মোরা মাদক বর্জন, গড়ব মোরা সুখের জীবন।
৪৯) নারী যদি বাঁচতে চাও, লেখা পড়া শিখে নাও।
৫০) শিক্ষা, শিক্ষা চাই-শিক্ষা ছাড়া উপায় নাই।
৫১) আমাদের স্কুল, স্বপ্নের এক রঙিন ফুল।
৫২) এসো ভাই, এসো বোন-লেখা পড়ায় দেই মন।
৫৩) শিক্ষা নির্মল, শিক্ষাই বেশ শিক্ষায় গড়ব সোনার দেশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker