ফ্রিলেন্সিং | নতুনদের জন্য ফ্রিল্যান্সিংAffiliate Marketing

ফ্রিল্যান্সিং কিভাবে করা যায় ২০২২

Rate this post

ফ্রিল্যান্সিং শুরু করার জন্য গাইড লাইন

ফ্রিল্যান্সিং বিষয়ক কয়েকটি ছোট খাট প্রশ্নের উত্তর নিয়ে আমার এই পোস্ট। যে কয়েকটি প্রশ্ন ফ্রীল্যান্সিং শুরুর আগে যে কারো মনে উদয় হয়। দেখি আমি কি কি বিষয় লিখতে পারি এখানে। তবে একটি লিস্ট করে ফেলি তার আগে। সত্যি বলতে কি, আমি আমার ফ্রীল্যান্সিং নিয়ে দুটি পোস্ট করার পর এ প্রশ্ন গুলোর সম্মুক্ষীন হয়েছি। তার থেকে চিন্তা আসল সব গুলো প্রশ্ন এক করে একটা পোস্ট করার, যেন যারা আমার সাথে যোগাযোগ করতে পারে না তারাও উপকৃত হয়। তার পর একটা একটা করে বিস্তারিত বলার চেষ্টা করবঃ

ফ্রিল্যান্সিং কেন করব। ফ্রিল্যান্সিং সহজ কাজ নয়। তেমনি একজন সফল ফ্রিল্যান্সারের আয় ও কম নয়।
ফ্রিল্যান্সিং সাইট গুলোতে কি কি কাজ করা যায়?
আমি কোন কাজ পারি না, আমি কিভাবে ফ্রীল্যান্সিং করব?
ফ্রিল্যান্সিং নিয়ে আমার কোন আইডিয়া নেই। আমি কি করব?
আমার কি কি শিখা উচিত?
আমি কোন সাইটে কাজ করা শুরু করব?
আমি কিভাবে ফ্রীল্যান্সিং শুরু করব।
আমি মোটামুটি কাজ পারি, কিন্তু কি করব বুঝতে পারছি না।
আমি কাজ পারি, বিড করে যাচ্ছি কিন্তু কাজ পাচ্ছি না।
কভার লেটার লেখার নিয়ম
টাকা কিভাবে পাবো?

ফ্রিল্যান্সিং কি এবং কেন করব।

আপনার যদি স্বাধীনতা পছন্দ হয়, নিজ বাসায় বা যে কোন স্থান থেকে কাজ করতে ভালো লাগে, তাহলে ফ্রিল্যান্সিং করতে পারেন। ফ্রিল্যান্সিং নিয়ে কেন করবে, তা নিয়ে বিস্তারিত একটি লেখা লিখেছি। চাকরি করা ছাড়াও সুন্দর আয় করা, স্বাধীন জীবন এবং অন্যান্য। ফ্রিল্যান্সিং সম্পর্কে অনেক কিছুই জানতে পারবেন। নিচের লেখা দুটিও পড়তে পারেন।

পূরন করুন স্বপ্ন গুলো – ফ্রিল্যান্স আউটসোর্সিং
পূরন হওয়া স্বপ্ন গুলো – ফ্রিল্যান্স আউটসোর্সিং

এবার লিখব ফ্রিল্যান্সিং সাইট গুলোতে কি কি কাজ করা যায় তা নিয়ে।
একদম সহজ থেকে শুরু করি, আপনি যা জানেন তা দিয়েই কাজ শুরু করতে পারবেন। লেখা লেখি, ডেটা এন্ট্রি, প্রোগ্রামিং, মার্কেটিং, টাইপিং, ডিজাইনিং, ইমেজ এডিটিং, প্রেজেন্টেশন তৈরি, ডেভেলপমেন্ট, ভার্চুলাল এসিস্ট্যান্ট সহ অনেক কিছু। নিচে আপওয়ার্কে কি কি জব পাওয়া যায় তার একটা স্কিনসর্ট। ছবির উপর ক্লিক করলে বড় করে দেখা যাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button