Ismamic Educationইসলাম শিক্ষাকুরআনের আলো

হতাশা নিয়ে ইসলামিক উক্তি | নিজেকে যারা ছোট করে দেখো

4.7/5 - (3 votes)

নিজেকে যারা ছোট করে দেখো

১. “তুমিও অবশ্যই কিছু না কিছু”। কারণ, উপরে যিনি বসে আছেন, তিনি তোমাকে বেকার তৈরি করেন নি।
২. “নিজের উপরে কখনো রাগ করোনা”।
কে জানে, তোমার লাইফে হাজারো মানুষের স্বপ্ন আছে।
৩.”নিজের জীবনকে এতটা সস্তা বানিয়ে ফেলনা যে, দুই পয়শার ছোট মনের লোক এসে খেলা করে চলে যায়”।
৪. “কষ্ট হলেও বিশ্বাস করতে হবে – অপরাধ যারই হোক, সম্পর্কে সব সময় কষ্টটা নির্দোষের‌ই হয়।
৫. মানুষের মন এমন একটা জিনিষ, কষ্ট পাওয়ার পরে পাথরের থেকেও বেশী শক্ত হয়ে যেতে পারে সুতরাং একা থাকাই ভালো।

হযরত লোকমান (আঃ) তার আপন ছেলেকে দেওয়া ৭৬ টি উপদেশ।

কারণ, যার কাছে তোমার মূল্য নেই, তার সাথে থেকে কি লাভ ?
৬. তুমি ঘুমানোর আগে সবাইকে ক্ষমা করে দিও; হয়তোবা আল্লাহ তোমাকে জাগ্রত হওয়ার পূর্বে ক্ষমা করে দেবো।
৭. ‘জীবন’ এমন একটা বই, যার লক্ষ্য লক্ষ্য পাতা হয়তো তুমি এখনও পড়নি।
৮.তুমি হয়তো সবার পছন্দের মানুষটি হবে। কিন্তু ঠিক তখনই, যখন সবার তোমাকে প্রয়োজন হবে।
৯. কখনোই ডিপ্রেশনে এসে আত্মহত্যা করো না যখনই তুমি আত্মহত্যা করলে তখনি তুমি হেরে গেলে কেননা তুমি যে কারণে আত্মহত্যা করেছ বেঁচে থাকলে হয়তো তুমি এর থেকে বড় কিছু পাবে অথবা অর্জন করবে
১০.”জীবনযাপনের দুটি রাস্তা আছে। এক যে জীবনটি তোমার আছে, সেটাকে পছন্দ করে নাও। আর নয়তো, তুমি যেটাকে পছন্দ করো, সেটাকে হাসিল করে নাও”…।

বিয়ের জন্য মেয়ে দেখতে গেলে কি দেখতে হয়

১১. “কেউ ভরসা নষ্ট করলে তাকেও ধন্যবাদ দিয়ে দিও। কারণ, সেও আমাদেরকে শেখায় : কিভাবে বুঝে শুনে ভরসা করতে হয়”।
১২. যার ‘স্বপ্ন’ আছে, সে লক্ষ্য বার হেরেও হারে না।
১৩. যে কখনো আনসাকসেস হয়নি, সে কোনদিন গেইনার হয় না।
১৪. গেইনার তো সেই হয়, যে কখনো হার মানে না।
১৬. কখনো কারো ভালো কিছু দেখে তাহার থেকে হিংসা করবেনা কেননা যদি তুমি হিংসা করো কখনোই নিজেকে সাফল্যবান করতে পারবে না তাই সর্বদাই তোমার কাছে তুমি ছোট থেকে যাবে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button