গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানযেকোনো সরকারি জবের জন্য সাধারণ জ্ঞান

Mp3 সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী Pdf

সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী

Rate this post

Mp3 সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী Pdf

Mp3 সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী Pdf ,সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী ২০২৩, বিশ্ব সম্পর্কে সাধারণ জ্ঞান, বাংলাদেশের ইতিহাস সাধারণ জ্ঞান, ছোটদের সাধারণ জ্ঞান বাংলাদেশ, সাম্প্রতিক সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী, সাধারণ জ্ঞান প্রশ্ন এবং উত্তর ২০২৩ বাংলাদেশ,

Google News – Circular News24

সাধারন জ্ঞান - বিজ্ঞান বিষয়ে 400টি প্রশ্ন ও উত্তর।
সাধারন জ্ঞান – বিজ্ঞান বিষয়ে 400টি প্রশ্ন ও উত্তর।

✬ ট্রেজারী বিল ইস্যু করে — কেন্দ্রীয় ব্যাংক

✬ বাংলাদেশ ব্যাংক একটি — কেন্দ্রীয় ব্যাংক

✬ বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয় — ১৬ ডিসেম্বর, ১৯৭১ সালে

✬ বাংলাদেশ ব্যাংকের প্রধান কর্মকর্তার পদবি — গভর্নর

✬ কর্মসংস্থান ব্যাংক প্রতিষ্ঠিত হয় — ১৯৯৮ সালে

✬ বাংলাদেশে কৃষি ব্যাংক স্থাপিত হয় — ১৯৭৩ সালে

✬ বাংলাদেশের বৃহত্তম তফসিলী ব্যাংক — সোনালী ব্যাংক

✬ স্বাধীন বাংলাদেশে ১০০ টাকার নোট চালু করা হয় — ৪ মার্চ, ১৯৭২ সালে

✬ বাংলাদেশ শেয়ার বাজার নিয়ত্রণকারী প্র্তিষ্ঠানের নাম — এসইসি

✬ বাংলাদেশে নতুন নোট চালু করার ক্ষমতা আছে একমাত্র — বাংলাদেশ ব্যাংকের

✬ গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় — ১৯৮৩সালে

✬ প্রথম এজেন্ট ব্যাংকিং চালু করে — অগ্রনী ব্যাংক

✬ প্রথম মোবাইল ব্যাংকিং চালু করে — ডাচ-বাংলা ব্যাংক

✬ অভিষেক টেস্টে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল — ভারত

✬ যশোর জেলায় অবস্থিত বিল — ভবদহ

➢ আরো পড়ুন : বাংলাদেশ বিষয়াবলী সাধারণ জ্ঞান – প্রশ্ন ও উত্তর

✬ জাতীয় পতাকা দিবস — ২ মার্চ

✬ বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস — ১০ জানুয়ারি

✬ বাংলাদেশে কৃষি দিবস — পহেলা অগ্রহায়ণ

✬ বাংলাদেশে জেলহত্যা সংঘটিত হয় — ১৯৭৫ সালের ৩ নভেম্বর

✬ বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয় — ১৪ ডিসেম্বর

✬ বাংলাদেশের জাতীয় দিবস –- ২৬শে মার্চ

✬ মুজিবনগর দিবস — ১৭ এপ্রিল

✬ রোকেয়া দিবস — ৯ ডিসেম্বর

✬ সংবিধান দিবস — ৪ নভেম্বর

✬ স্বাধীন বাংলাদেশের ঘোষণা পত্র পাঠ করা হয় — ১০ এপ্রিল,১৯৭১

✬ কক-বরক ভাষায় কারা কথা বলে — ত্রিপুরা

✬ ত্রিপুরাদের প্রধান উৎসব — বৈসু

✬ খাসিয়া উপজাতি বাস করে — সিলেটে

✬ জনসংখ্যার ভিত্তিতে বাংলাদেশের বৃহত্তম উপজেলা — নোয়াখালী জেলার বেগমগঞ্জ

✬ জনসংখ্যার ভিত্তিতে বাংলাদেশের ক্ষুদ্রতম উপজেলা — থানচি

✬ ত্রিপুরাদের জাতিসত্ত্বা কতটি গোত্রতে বিভক্ত — ৩৬ টি

✬ বাংলাদেশে ২য় সংখ্যাগরিষ্ঠ উপজাতি — সাঁওতাল

✬ বাংলাদেশে উপজাতীয় ভাষার সংখ্যা — ৩২টি

✬ বাংলাদেশে গারো উপজাতি বাস করে — ময়মনসিংহ, টাঙ্গাইল ও নেত্রকোনায়

✬ বাংলাদেশে চাকমা উপজাতি বাস করে প্রধানত — রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে

✬ বাংলাদেশে বাস নেই এমন উপজাতির নাম — মাওরি

✬ বাংলাদেশে সবচেয়ে বেশি লোক বাস করে — বৃহত্তর ঢাকা জেলায়

✬ বাংলাদেশের কোন উপজাতি মুসলমান — পাঙন

✬ রাজবংশী উপজাতিরা বাস করে — রংপুরে

✬ ঢাকার পূর্ব নাম — জাহাঙ্গীর নগর

✬ বাংলার এককালের রাজধানী মহাস্থানগড়ের নাম ছিল — পুণ্ড্রনগর

✬ সুবাদার ইসলাম খান ঢাকার নাম রাখেন — জাহাঙ্গীরনগর

✬ লালবাগ কেল্লার আদি নাম — আওরঙ্গবাদ দূর্গ

✬ প্রথম আইসিসি ট্রফিতে বাংলাদেশ দলের আধিনায়ক ছিলেন — শফিকুল হক হীরা

✬ প্রথম বাঙালি দাবা গ্র্যান্ড মাস্টার — নিয়াজ মুর্শেদ

✬ বাংলাদেশ ক্রিকেট ওয়ানডে স্ট্যাটাস লাভ করে — ১৯৯৭সালে

✬ জাতীয় কন্যা শিশু দিবস — ৩০ সেপ্টেম্বর

✬ জাতীয় সংহতি দিবস — ৭ নভেম্বর

✬ জাতীয় কর দিবস — ১৫ সেপ্টেম্বর

✬ শহীদ আসাদ দিবস — ২০ জানুয়ারি

✬ বাংলাদেশের সর্ববৃহৎ এথনিক গোষ্ঠী — চাকমা

✬ মারমাদের প্রধান পেশা — জুম চাষ

✬ সাঁওতালরা বাস করে — রাজশাহী ও দিনাজপুর জেলায়

✬ বরিশালের পূর্ব নাম — চন্দ্রদ্বীপ

✬ ময়মনসিংহ জেলার পূর্ব নাম — নাসিরাবাদ

✬ সিলেটের পূর্ব নাম — জালালাবাদ

সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী ২০২৩

সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী

✬প্রশ্ন: সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম?
উত্তর: পটুয়াখালী।

✬প্রশ্ন: বাংলাদেশের বৃহত্তম বিল কোনটি?
উত্তর: চলন বিল।

✬প্রশ্ন: বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে?
উত্তর: পঞ্চম তফসিলে।

✬প্রশ্ন: আসাদ গেট কোন স্মৃতি রক্ষার্থে নির্মিত?
উত্তর: ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান।

✬প্রশ্ন: জাতীয় স্মৃতিসৌধের অপর নাম কী?
উত্তর: সম্মিলিত প্রয়াস।

✬প্রশ্ন: বাংলাদেশের প্রথম মহিলা বিচারপতির নাম কি?
উত্তর: নাজমুন আরা সুলতানা।

✬প্রশ্ন: সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য ছিলেন কে?
উত্তর: বেগম রাজিয়া বানু।

✬প্রশ্ন: পদ্মা সেতু কোন দু’টি জেলাকে সংযুক্ত করেছে?
উত্তর: মুন্সীগঞ্জ ও শরীয়তপুর।

✬প্রশ্ন: বাংলাদেশের সর্বাধিক চা বাগান কোন জেলায় অবস্থিত?
উত্তর: মৌলভীবাজার।

✬প্রশ্ন: রাষ্ট্রপতির পদ শূন্য হলে কে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন?
উত্তর: জাতীয় সংসদের স্পিকার।

✬প্রশ্ন: বঙ্গবন্ধু জেলে ছিলেন মোট কত দিন?
উত্তর: ৪৬৮২ দিন।

✬প্রশ্ন: বাংলাদেশের পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত?
উত্তর: রাজারবাগ, ঢাকা।

✬প্রশ্ন: বাংলাদেশের শিশু আইন প্রণীত হয় কত সালে?
উত্তর: ১৯৭৪ সালে।

✬প্রশ্ন: মুক্তিযুদ্ধের আত্মসমর্পণ দলিল কোথায় স্বাক্ষরিত হয়?
উত্তর: রেসকোর্স ময়দানে।

✬প্রশ্ন: আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি?
উত্তর: পার্বত্য রাঙামাটি।

✬প্রশ্ন: বাংলাদেশের কোন জেলাটির নামকরণ করা হয়েছে একটি নদীর নাম অনুসারে?
উত্তর: ফেনী।

✬প্রশ্ন: বাঙালি ও যমুনা নদীর সংযোগ কোথায় হয়েছে?
উত্তর: বগুড়ায়।

✬প্রশ্ন: রাখাইন উপজাতিদের অধিক বাস কোন জেলায়?
উত্তর: কক্সবাজার জেলায়।

✬প্রশ্ন: আয়তনের দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত তম?
উত্তর: ৯০ তম।

✬প্রশ্ন: বাংলাদেশের প্রথম নারী প্যারাট্রুপার কে?
উত্তর: জান্নাতুল ফেরদৌস।

✬প্রশ্ন: কিয়োটো প্রটোকল স্বাক্ষরিত হয়েছিল কত সালে?
উত্তর: ১৯৯৭ সালে।

✬প্রশ্ন: ‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি’ গানটির গীতিকার কে?
উত্তর: গোবিন্দ হালদার।

✬প্রশ্ন: বাংলা একাডেমী থেকে প্রকাশিত মাসিক পত্রিকার নাম কী?
উত্তর: উত্তরাধিকার।

✬প্রশ্ন: বাতিঘরের জন্য বিখ্যাত দ্বীপ কোনটি?
উত্তর: কুতুবদিয়া।

✬প্রশ্ন: বাংলাদেশের প্রথম নিরক্ষরতামুক্ত গ্রাম কোনটি?
উত্তর: কচুবাড়ির কৃষ্টপুর, ঠাকুরগাঁও।

✬প্রশ্ন: ‘রূপসী বাংলাদেশ’ কোন এলাকাকে ঘোষণা দেয়া হয়েছে?
উত্তর: সোনারগাঁয়ের জাদুঘর এলাকাকে।

✬প্রশ্ন: বাংলাদেশের প্রথম জাতীয় পতাকার নকশা কে তৈরি করেন?
উত্তর: শিব নারায়ণ দাস।

✬প্রশ্ন: মুক্তিযুদ্ধে অবদানের জন্য রাষ্ট্রীয় পুরস্কার দেয়া হয় কয়টি?
উত্তর: ৪টি।

✬প্রশ্ন: বাংলা মুদ্রাক্ষরের জনক কে?
উত্তর: চার্লস উইলকিনস।

✬প্রশ্ন: বাংলাদেশের প্রথম মুদ্রা চালু হয় কত সালে?
উত্তর: ৪ মার্চ, ১৯৭২ সালে।

✬প্রশ্ন: ‘জীবন তরী’ কী?
উত্তর: একটি ভাসমান হাসপাতাল।

✬প্রশ্ন: বাংলাদেশ বিমানের প্রতীক কী?
উত্তর: উড়ন্ত বলাকা।

✬প্রশ্ন: ‘নজরুল মঞ্চ’ কোথায় অবস্থিত?
উত্তর: বাংলা একাডেমী প্রাঙ্গণে।

✬প্রশ্ন: বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীন?
উত্তর: প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন।

✬প্রশ্ন: মুসলিম সাহিত্য সমাজের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: নওয়াব আবদুল লতিফ।

(সংগৃহীত)

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button