Freelancing | ফ্রিল্যান্সিংTechnology | প্রযুক্তিপ্রযুক্তি

ইউটিউবে ক্রিয়েটরদের জন্য নতুন ফিচার 2022

Rate this post

ইউটিউবে ক্রিয়েটরদের জন্য নতুন ফিচার 2022: জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব প্রযুক্তি বাজারে টেক্কা দিতে একের পর এক ফিচার যুক্ত করছে। এবার ভিডিও ক্রিয়েটরদের জন্য এনএফটি (NFT) ফিচার নিয়ে আসছে ইউটিউব। সম্প্রতি নন ফাঞ্জিবেল টোকেন শুরু করার ঘোষণা করেছে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মটি। বিগত কয়েক বছরে NFT বা নন ফাঞ্জিবেল টোকেনের জনপ্রিয়তা ক্রমশ বাড়ার কারণে বিভিন্ন টেক কোম্পানি এই প্রযুক্তি ব্যবহার শুরু করেছে। এবার সেই তালিকায় যুক্ত হলো বিশ্বের অন্যতম জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব। কিভাবে ইউটিউব চ্যানেল থেকে টাকা আয় করা যায় (ইউটিউবে ইনকাম)

গত সপ্তাহেই প্রোফাইল ছবিতে এনএফটি যুক্ত করার ঘোষণা করেছিল টুইটার। মাইক্রো ব্লগিং ওয়েবসাইটে অন্যান্য প্রোফাইল ছবি বৃত্তাকার হলেও এই প্রোফাইল ছবিগুলো ষড়ভুজাকার হবে। এছাড়াও সম্প্রতি প্রকাশিত রিপোর্টে জানা গিয়েছে মেটার অধীনে থাকা ফেসবুক ও ইনস্টাগ্রামেও শিগগিরই এনএফটি ব্যবহার শুরু হবে।

এছাড়াও এনএফটি ব্যবহার শুরু করছে রেড্ডিড। সম্প্রতি লিংকডইন ওয়েবসাইটে কোম্পানির কর্মী নিয়োগের বিজ্ঞাপনে এই প্রযুক্তি জানার উপরে জোর দিয়েছে সোশ্যাল ওয়েবসাইটটি। ইউটিউবের সিইও সুসান ওয়াজসিকি জানান, তারা সব সময় ইউটিউব ইকো-সিস্টেমে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে ক্রিয়েটরদের সাহায্য করতে চায়। এর মধ্যে অন্যতম এনএফটি। যা ব্যবহার করে প্ল্যাটফর্মের ক্রিয়েটর ও ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও ভালো হবে এর মাধ্যমে।

এনএফটি একটি ডিজিটাল অ্যাসেট রাখার প্রযুক্তি। ব্লকচেন প্রযুক্তি ব্যবহার করে কাজ করে এনএফটি। বিগত কয়েক বছরে গোটা দুনিয়া জুড়ে এনএফটির জনপ্রিয়তা বাড়তে শুরু করেছে। বিভিন্ন শিল্পকর্ম, ভিডিও ও অন্যান্য ডিজিটাল অ্যাসেট এনএফটির মাধ্যমে কিনেছে অনেকেই। যদিও কীভাবে ইউটিউবে এনএফটি ঠিক কীভাবে কাজ করবে সেই বিষয়ে কিছু জানা যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button