ইসলাম শিক্ষাদাম্পত্য জীবনের ইসলামিক টিপসবিয়ে সমস্যাবোনদের জন্য ইসলাম

ছয় প্রকার নারীকে বিয়ে করা উচিত নয়

Rate this post

ছয় প্রকার নারীকে বিয়ে করা উচিত নয় :
১. আন্নানা
২. মান্নানা
৩. হান্নানা
৪. হাদ্দাকা
৫. বাররাকা
৬. শাদ্দাকা

থার্টি ফার্স্ট নাইট উদযাপন সম্পর্কে জেনে নিন
১. “আন্নানা” হলো সেই নারী যে সবসময় ‘হায়
আফসোস’ ‘হায় আফসোস’ করতে থাকে। এবং অলস, ‘রোগিণী’র ভান করে বসে থাকে। এমন নারীকে বিয়ে করলে সংসারে বরকত হয় না।
২. “মান্নানা” হলো সেই নারী যে স্বামীকে প্রায়ই বলে, আমি তোমার জন্যে এই করেছি, সেই করেছি।’ হেন করেছি, তেন করেছি, ইত্যাদি ইত্যাদি।
৩. “হান্নানা” হলো সেই নারী যে তার পূর্বের স্বামী বা প্রেমিকের প্রতি আসক্ত থাকে।
৪. “হাদ্দাকা” হলো সেই নারী, যে কোনো কিছুর উপর থেকেই লোভ সামলাতে পারে না। সব কিছুই পেতে চায়, এবং স্বামীকে তা ক্রয়ের জন্যে নিয়মিত চাপে রাখে।
৫. “বাররাকা” হলো সেই নারী যে সারাদিন কেবল
সাজসজ্জা ও প্রসাধনী নিয়ে মেতে থাকে। এই শব্দের অন্য একটি অর্থ হলো, যে নারী খেতে বসে রাগ করে চলে যায়। এবং পরে একা একা খায়।
৬. “শাদ্দাকা” হলো সেই নারী যে সবসময় বকবক
করে।
বিয়ের ক্ষেত্রে সর্বদা দ্বীনদারীকে প্রাধান্য দিন।
হে আল্লাহ! তুমি আমাদেরকে দ্বীনদার স্ত্রী ও নেক
সন্তান দান করুন।
হে আল্লাহ আমাদের সকল বোনদেরকে দ্বীনদার স্বামীও নেক সন্তান দান করুণ
বিঃদ্রঃ হে আল্লাহ্ আপনি আমাদের সকল নর নারী কে দ্বীনদার ও নেককার হওয়ার তৌফিক দান করুণ আমিন 🌸🍁

Related Articles

2 Comments

  1. এ কথার কোন ভিত্তি আছে? নির্ভরযোগ্য রেফারেন্স কী?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button