LifestyleBangla Health Tips | বাংলা স্বাস্থ্য টিপস
এবার রান্না শেখাবেন মাহফুজুর রহমান
এবার রান্না শেখাবেন মাহফুজুর রহমান
এবার রান্না শেখাবেন মাহফুজুর রহমান এবার রান্না নিয়ে শেখাবেন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান।রান্না নিয়ে নিজের দক্ষতা দেখাতে টিভির পর্দায় হাজির হতে যাচ্ছেন তিনি।
এটিএন বাংলার সাপ্তাহিক অনুষ্ঠান ‘ফার্মফ্রেশ উইকলি নিউ রেসিপি’তে রান্না করবেন মাহফুজুর রহমান।
মাহফুজুর রহমান অনুষ্ঠানটির একটি বিশেষ পর্বে অতিথি হিসেবে নিজে রান্না করবেন। শুধু তাই নয়; অনুষ্ঠান চলাকালীন সময়ে দর্শকদের জন্য বাড়তি বিনোদন হিসেবে মাহফুজুর রহমান খালি গলায় গানও গেয়ে শোনাবেন। তার কণ্ঠে ‘তোমার চোখে দুচোখ রেখে’ গানটি শুনতে পারবেন দর্শকরা।