ইসলাম শিক্ষাদাম্পত্য জীবনের ইসলামিক টিপসবিয়ে সমস্যাবোনদের জন্য ইসলাম

বিয়ের জন্য মেয়ে দেখতে গেলে কি দেখতে হয়

Rate this post

বিবাহ করতে চান!? পাত্রীর কোন কোন অঙ্গ দেখতে হয় জানেন? শুধু মুলার মত সুন্দর দেখলেই হবে না! আরো অনেক কিছু দেখার আছে! নিম্নের সংরক্ষণ করুন অল্প কিছুদিন পরে কাজে লাগবে😍

বিয়ের_জন্য_পাত্রী_কেমন_হওয়া_চাই!
✪➤পাত্রীর চারটি জিনিস কালো হতে হবে
(১) চুল।
(২) ভ্রু।
(৩) পাপড়ি।
(৪) চোখের মনি ।
✪➤চারটি জিনিস সাদা হতে হবেঃ মেয়েদের কান্নার ভাষা বোঝার ক্ষমতা নেই কারো
(১) দাঁত।
(২) চোখ।
(৩) শরীর।
(৪) পায়ের নলা ।
✪➤চারটি জিনিস লাল হতে হবেঃ মেয়েদের সাথে চ্যাট করার নিয়ম এবং যে বিষয়গুলো মাথায় রাখবেন।
(১) জিহ্বা।
(২) ঠোট।
(৩) দাঁতের মাড়ি।
(৪) গাল ।
✪➤চারটি জিনিস গোল হতে হবেঃ
(১) চেহারা।
(২) মাথা।
(৩) হাতের বাজু।
(৪) গোড়ালি।
✪➤চারটি জিনিস লম্বা হতে হবেঃছয় প্রকার নারীকে বিয়ে করা উচিত নয়
(১) শরীর।
(২) অঙ্গ।
(৩) ঘাড়।
(৪) চুল।
✪➤চারটি জিনিস ছোট হতে হবেঃ
(১) পায়ের পাতা
(২) মুখ।
(৩) হাতলি।
(৪) বক্ষোজ ।
✪➤চারটি জিনিস বড় হতে হবেঃ
(১) কমর।
(২) রান।
(৩) পা।
(৪) হাঁটু।
✪➤চারটি জিনিস প্রশস্ত হতে হবেঃ
(১) কপাল।
(২) সিনা।
(৩) চোখ।
(৪) দেহের রান।
✪➤চারটি জিনিস পবিত্র হতে হবেঃ
(১) নজর।
(২) পেট।
(৩) জবান।
(৪) হাত তথা আমানত।
✪➤স্বামীর থেকে চারটি জিনিস বেশী থাকতে হবেঃ
(১) সৌন্দর্য।
(২) তাকওয়া।
(৩) সবর।
(৪) ইছার তথা কষ্ট সহ্য করার ক্ষমতা।
✪➤স্বামীর থেকে চারটি জিনিস কম থাকতে হবেঃ
(১) বয়স।
(২) সম্পদ।
(৩) ইলম।
(৪) ফখর তথা গর্ব ।
✪➤চারটি জিনিস নরম হতে হবেঃ
(১) মন।
(২) দেহ।
(৩) তবিয়ত।
(৪) সন্তানের প্রতি রহমশীল।
✪➤চার বিষয়ে কঠোর হতে হবেঃ
(১) দ্বীনদারি।
(২) পবিত্রতা।
(৩) আমানত।
(৪) পর্দা।
আর মুজাদ্দাদে মিল্লাত হাকিমুল উম্মাত হযরত আশরাফ আলী থানবী (রহ:) বলেন , আখলাকের সৌন্দর্যই হলো আসল সৌন্দর্য তাই বাহ্যিক সৌন্দর্যের প্রতি লক্ষ না করে আখলাকের সৌন্দর্যের প্রতি গুরুত্বারোপ করা অধিক জরুরি । আর তা হলো-
⇨স্ত্রীর মধ্যে ভালো চারটি গুণ থাকতে হবেঃ
১। স্বামীর অনুগত হতে হবে
২। স্ত্রীর চেহারার দিকে তাকালে স্বামীর আনন্দ লাগে।
৩। স্বামী যদি কোনো কসম করে তবে তাকে স্ত্রী তা হতে মুক্ত করে।
৪। স্বামী বাহিরে থাকলে স্ত্রী তার সতিত্ব ঠিক রাখে।
পক্ষান্তরে, মেয়েদের মারাত্মক ও মন্দ গুণ চারটি যে গুলো থেকে তাদের বেচে থাকা আবশ্যক।
১। বে-পর্দায় থাকা
২। সাজসজ্জা করে রাস্তায় বের হওয়া।
৩। অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হওয়া।
৪। এবং অন্যকে নিজের প্রতি আকৃষ্ট করা।
উক্ত গুণাবলী বিশিষ্ট রমণী পেতে চাইলে অবশ্যই নিজেকে পবিত্র রাখতে হবে।
শ্রদ্ধেয় উস্তাদ হযরত মাওলানা আনোয়ার হুসাইন সাহেব এই আলোচর পর বলেন, উক্ত গুণাবলীর সব একজনের মধ্যে না পাওয়ার সম্ভাবনাই বেশি, তাই অধিকাংশ
গুণ দেখেই পাত্রী নির্বাচন করা আবশ্যক।

বিয়ের জন্য ছেলে দেখতে গেলে কি প্রশ্ন করা উচিত
বিয়ে করার জন্য কেমন মেয়ে ভাল
বিয়ের আগে শারীরিক প্রস্তুতি
মেয়ে দেখার ইসলামিক নিয়ম
বিয়ের প্রশ্ন
ভালো পাত্রী চেনার উপায়
পাত্র দেখার নিয়ম
মেয়ে দেখতে গেলে করণীয়

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button