FashionLifestyleLoveপরামর্শসমাধান

বন্ধু নিয়ে ছন্দ – বন্ধু নিয়ে কবিতা – বন্ধু নিয়ে উক্তি এখানে পাবেন।

বন্ধু নিয়ে ছন্দ

Rate this post

বন্ধু নিয়ে ছন্দ

বন্ধু নিয়ে ছন্দ প্রানের চেয়ে প্রিয় তুমি বন্ধু আমার। হাজার বছর বেঁচে রবে বন্ধুত্ব দুজনার । বন্ধু তুমি আপন হয়ে…..,,,,, বাধলে বুকে ঘর। আশা করা যায় এই বন্ধু নিয়ে ছন্দ গুলো আপনাদের কাছে পছন্দ হবে। তাহলে চলুন সময় নষ্ট না করে দেখুন। বন্ধু নিয়ে কবিতা – বন্ধু নিয়ে উক্তি।

Google News

প্রানের চেয়ে প্রিয় তুমি বন্ধু আমার।
হাজার বছর বেঁচে রবে বন্ধুত্ব দুজনার ।

বন্ধু তুমি আপন হয়ে…..,,,,, বাধলে বুকে ঘর।
কষ্ট পাব আমায় যদি…….,,, করে দাও পর।
সুখের নদী হয়না যেন…… দুঃখের বালু চর।
সব সময় নিও বন্ধু আমার খবর।।।।

ভালো লাগার কিছু স্বপ্ন,,,,,,,,,,,,, মন ছুঁয়ে যায়।
ভালো লাগার কিছু গল্প.,,,,,,,,,,, জীবন রাঙায়।
ভালো লাগার কিছু মানুষ.,,,,,,, বন্ধু হয়ে রয়।
ভুলতে চাইলেও তাকে ভুলার মত নয় ।

বন্ধুদের নিয়ে স্ট্যাটাস – বন্ধুদের নিয়ে ক্যাপশন

বন্ধু তুমি এত ভালো,,,,,,,,,
জীবনে আমার ফিরে আসলো,,,,,,
ভুলে গেছি আধার কালো,,,,,,,,
তোমার মতো বন্ধুর আলো সবার জিবনে জ্বলো।

বন্ধু বলে ডাকো যারে.,,,,,,,,
সে কি তোমায় ভুলতে পারে??????
যেমন ছিলাম তোমার পাশে,,,,,,,,, আজও আছি ভালবেসে।

বন্ধু নিয়ে ছন্দ - বন্ধু নিয়ে কবিতা - বন্ধু নিয়ে উক্তি
বন্ধু নিয়ে ছন্দ – বন্ধু নিয়ে কবিতা – বন্ধু নিয়ে উক্তি

ফুল ফুটেছে সারি সারি.. ,,, ….
বন্ধু আসবে কবে আমার বাড়ি।।।
দেখবো তোমায় দুচোখ ভরে……. আকব ছবি জতন করে।
আসো যদি আমার বাড়ি,,,,,,,,,, খেলবো দুজন লুকোচুড়ি

সুন্দর এই পৃথিবী,,,,,,,,,,,,, স্নিগ্ধ তার বাতাস।
সপ্নিল এই জীবন,,,,,,,,,, সৃতি ময় তার আকাশ।
শিশির ভেজা পথ কুয়াশায় ঢাকা,,,,,,,,,
বন্ধু তোমার সাথে কেনো হয় না আমার দেখা??? (বন্ধু নিয়ে রোমান্টিক ছন্দ)

মনটা হলো উড়াল পাখি,,,,,,,, উড়ে উড়ে যায়।
যাওয়ার সময় হঠাৎ করে ১টা মানুসের দেখা পায়।
মনকে আমি প্রশ্ন করি?
কি বলতে চাও?????? মন বলে ওকে,,,,,,?
তোমার বন্দু করে নাও।।।

অনলাইনে স্টার সিনেপ্লেক্স টিকেট কাটার নিয়ম

বন্ধু মানে জীবনের পরিচয়……….
বন্ধু মানে খেলার সাথী………
বন্ধু মানে অজানা 1 পরীর গল্প………
তাই বন্ধুকে কখনো কষ্ট দিয়ো না।
বন্ধুর ভালোবাসা আছে বলেই পৃথিবী এত সুন্দর!!!
তাই বন্ধুর মত বন্ধু একটা হলেই হয়।।। (বন্ধুত্বের ছন্দ)

বন্ধু নিয়ে ছন্দ 
বন্ধু নিয়ে ছন্দ

বন্ধু নিয়ে কবিতা

বন্ধু তোর হাত ধরে..,,,,,,,,, ছুটতে চাই আর একবার।
বন্ধু তোর টিফিন বক্স,,,,,,,,,,, কাড়তে চাই আর ১ বার।
তোর সাথে আমি ভিজতে চাই খুব করে…………
শুধু একটা বার.,,,,,,,,,,,,,,তোর চেনা নামে ডাকতে চাই খুব জোরে।

বন্ধু তুমি আপন হয়ে…….. বাধলে বুকে ঘর।
কষ্ট পাব আমায় যদি,,,,,,,,, করে দাও পর।
সুখের নদী হয়না যেন.,,,,,,,, দুঃখের বালু চর।।
সব সময় নিও বন্ধু আমার খবর।।।

যেমন ছিলাম তেমন আছি..,,,,,,,, বন্ধু তোমার পাশা-পাশি।।
ভাবছো হয়তো ভুলে গেছি,,,,,,,,,, কেন ভাবছো মিছে-মিছি।।
যদি তোমায় ভুলে যেতাম, তাহলে কি আর SMS করতাম ? (বন্ধু নিয়ে হাসির কবিতা)

বন্ধু তুমি একা হলে,,,,,,,,,, আমায় দিও ডাক।
গল্প করব তোমার সাথে আমি সারারাত।
তুমি যদি কষ্ট পাও.,,,,,,,,, আমায় দিও ভাগ।
তোমার কষ্ট শেয়ার কর.,,,,,, হাতে রেখে হাত******।

বিধাতার হাতে লিখা,,,,,,,
কার সাথে কার হবে দেখা।
কেউ জানে না কবে কখন…..
কার সাথে গিয়ে মিলবে জীবন।
তবুও থাকে একটি চাওয়া,,,,,,,,,,, মনের মত বন্ধু পাওয়া।

রাতের রঙ কালো.,,,,,,,,, জোসনা দেয় আলো।
আকাশের রং নিল.,,,,,,,, তারা ঝলে ঝিলমিল।
গোলাপের রঙ লাল….,,,,,,, আমাদের বন্ধুত্ব থাকবে চিরকাল।

বন্ধু নিয়ে কবিতা
বন্ধু নিয়ে কবিতা

বন্ধু নিয়ে উক্তি

মানুষের জীবনে অনেক বন্ধু আসে আবার চলেও যায়,,,,,,,, ,, কিন্তু যারা থেকে যায় তারা ভীষণ দামি।

সত্যিকারের বন্ধু রেগে গেলেও আমাদের সবসময় মানানো উচিৎ,,,, কারন, সে আপনার জীবনের সব রহস্যই জানে।

প্রিয় বন্ধুরা ঝগড়ার পর ক্ষমা চায় না…..,,,,, তারা শুধুমাত্র একে অপরকে ততক্ষণ অবধি,,,,,,,খোঁচায় যতক্ষণ না একজন হেসে দেয় এবং সেখানেই সব ঝগড়া শেষ হয়ে যায়।

যে ব্যাক্তি তোমার বিপদের সময় এড়িয়ে,,,,,,,, সুখের সময় কাছে থাকে, সে তোমার প্রকৃত বন্ধু হতে পারেনা। বরং, যে মানুষটি তোমার বিপদের সময় পাশে থাকে সেই তোমার প্রকৃত বন্ধু।।।।

1টি বই 100টি বন্ধুর সমান। কিন্তু, ১টি সৎ বন্ধু পুরু একটি লাইব্রেরির সমান। (বন্ধুতদের নিয়ে উক্তি)

জীবনে ১টি সৎ বন্ধু পাওয়ার শেষ্ঠ উপায় হলো,,,,,, নিজে ১ টি সৎ বন্ধু হয়ে ওঠা।।।

আমার জীবনে সবথেকে ভালো বন্ধু হলো আয়না,,,,,,,,, কারন, আমি যখন কাঁদি তখন সেই একমাত্র হসে না।

সাফল্য আমাদের নতুন বন্ধু দেয়.,,,,,,, কিন্তু ব্যর্থতা দেখিয়ে দেয় কে প্রকৃত বন্ধু। (বন্ধুত্বের উক্তি)

বন্ধুরা জীবনে সেইসব স্মৃতি তৈরী করতে সাহায্য করে………… যেগুলো মনে করলে পরে নিজেই মনে মনে হেসে ওঠা যায়।।

যে আপনার সুখে খুশি হয়.,,,,,, যে আপনার কষ্টে মন খারপ করে,,,,,, যে আপনার নিরবতার কারন খোজে.,,,,, সেই আপনার সত্যিকারের বন্ধু।

Paragraph on Book Fair New Updated

বন্ধু নিয়ে ফানি স্ট্যাটাস,
বন্ধু নিয়ে উক্তি,
বন্ধু নিয়ে কষ্টের স্ট্যাটাস,
কলিজার বন্ধু নিয়ে স্ট্যাটাস,
বন্ধু কবিতা sms,
বন্ধু নিয়ে কবিতা,

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker