BD Job Circluarcircularnews24চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিচাকরির খবরচাকরির খবর পত্রিকাচাকরির খবর প্রথম আলো | সরকারি চাকরির খবরচাকরির ডাকচাকরির নিয়োগ | জেলার চাকরির খবরচাকরির বাজারনিয়োগ বিজ্ঞপ্তি | আজকের নিয়োগ বিজ্ঞপ্তি

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর | নিয়োগ পরীক্ষা শুরু

Rate this post
চাকরিপ্রার্থীদের জন্য সুখবর করোনাভাইরাসের প্রকোপ কমায় শুরু হয়েছে শিক্ষা কার্যক্রম। বিভিন্ন প্রতিষ্ঠানে চলছে পরীক্ষাও। একইভাবে শুরু হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের স্থগিত চাকরির নিয়োগ পরীক্ষাগুলোও। অনেক প্রতিষ্ঠান নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তিও দিচ্ছে।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি), সরকারি ব্যাংক, সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি ব্যাংক, বেসরকারি দেশি ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা, বেসরকারি প্রতিষ্ঠানের নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়া শুরু হয়েছে। সহকারী শিক্ষক-প্রভাষক পদে নিয়োগ | বেসরকারি শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি 2022

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা করোনার কারণে আটকে ছিল। প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, প্রাথমিকের শিক্ষক পদের একটি পরীক্ষা বারবার নেওয়ার প্রস্তুতি নিলেও করোনার কারণে সেটি সম্ভব হয়নি। সেটি মার্চের মধ্যে নেওয়ার পরিকল্পনা আছে বলে জানান তিনি।

সর্বশেষ হয়ে যাওয়া প্রাথমিকের নিয়োগ পরীক্ষায় প্রায় ২৫ লাখ আবেদন জমা পড়েছিল। কয়েক ধাপে এই নিয়োগ পরীক্ষা নেওয়া হয়। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের ৩২ হাজার ৫৭৭টি পদে ১৩ লাখ ৯ হাজার ৪৬১ জন প্রার্থী আবেদন করেছেন। এর মধ্যে প্রাক​-প্রাথমিকে ২৫ হাজার ৬৩০ জন ও প্রাথমিক বিদ্যালয়ের শূন্য পদে ৬ হাজার ৯৪৭ জনকে নিয়োগ দেওয়া হবে। আজকের খবর | পাঁচটি ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা, শুরু ১ এপ্রিল।

কম সুদে ঋণ, ভালো বেতন, দক্ষতা দেখিয়ে এগিয়ে যাওয়ার সুযোগ ব্যাংক চাকরিকে অনন্য করেছে। প্রদীপ কুমার দত্ত ১৯৭৭ সালে সোনালী ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে পেশা শুরু করেন। ২০১০ সালে তিনি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পান। ২০১২ সালের ১৭ জুন তিনি সোনালী ব্যাংকের এমডি হন। প্রায় ৪০ বছর ব্যাংকিং পেশায় ছিলেন তিনি। চাকরি হিসেবে আকর্ষণীয় হওয়ায় ব্যাংকে আবেদনের সংখ্যা বাড়ছে উল্লেখ করে সোনালী ব্যাংকের সাবেক এমডি প্রদীপ কুমার বলেন, বেশি বেতন, চাকরির নিশ্চয়তা, নানা ধরনের ঋণ সুবিধা থাকার কারণে ব্যাংকের চাকরি তরুণদের প্রথম পছন্দ। তবে আবেদন বাড়ার আরেকটি কারণ বেকারত্ব।

করোনার কারণে আটকে থাকা সরকারি ব্যাংকগুলোর স্থগিত নিয়োগ পরীক্ষার নতুন তারিখ দেওয়া শুরু করেছে সরকারি ব্যাংকের নিয়োগের দায়িত্বে থাকা ব্যাংকার্স সিলেকশন কমিটি। এই কমিটির দায়িত্বে থাকা বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, করোনায় বেশি নিয়োগপ্রার্থী আছেন, এমন নিয়োগ পরীক্ষাগুলো স্থগিত করতে হয়েছে। তবে যেহেতু করোনা কমে এসেছে, তাই সেগুলো নেওয়ার কাজ শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। কোনো কোনো ব্যাংকের লিখিত পরীক্ষা আটকে আছে, আবার কোনো কোনো ব্যাংকের মৌখিক পরীক্ষা আটকে আছে। সেগুলো গুরুত্ব বুঝে অগ্রাধিকার ভিত্তিতে নেওয়া হচ্ছে।

এদিকে, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বিভিন্ন নিয়োগ কার্যক্রম দ্রুততম সময়ের মধ্যে শেষ করতে সরকারি কর্ম কমিশনকে (পিএসসি) নির্দেশ দিয়েছেন। সম্প্রতি বঙ্গভবনে পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির কাছে কমিশনের বার্ষিক প্রতিবেদন ২০২১ পেশ করে। এ সময় রাষ্ট্রপতি এ নির্দেশনা দেন। রাষ্ট্রপতি বাছাই পরীক্ষা বিকেন্দ্রীকরণ ও করোনাকালে চিকিৎসকসহ জরুরি প্রয়োজনে স্বল্প সময়ে নিয়োগের সুপারিশ করায় পিএসসিকে ধন্যবাদ জানান।

করোনা কমে যাওয়ায় বিসিএসে গতি আসবে বলে মনে করেন পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন। তিনি বলেন, ‘এ মাসেই ৪০তম বিসিএসের চূড়ান্ত ফল দেওয়া হবে। ৪১তম বিসিএসের খাতা দেখার কাজ চলছে, সামনের মাসে হয়তো লিখিতের ফলাফল দিতে পারব। এ ছাড়া ৪৩তম বিসিএসের লিখিতের তারিখ দেওয়া হয়েছে, এটি ২৪ জুলাই থেকে শুরু হবে। ৪৪তম বিসিএসের আবেদন গ্রহণ চলছে। শেষ হলে কবে প্রিলিমিনারি পরীক্ষা হবে, তা ঠিক করে ফেলা হয়েছে। সব মিলিয়ে এমনভাবে বিসিএসের পরীক্ষাগুলোর তারিখ দেওয়া হচ্ছে, যাতে আমাদের তারিখ পরিবর্তন করতে না হয়। এ ছাড়া যাতে যথা সময়ে পরীক্ষাগুলো শেষ করে ফলাফল দেওয়া যায়, সে জন্য আমাদের প্রতিটি বিভাগ কাজ করে যাচ্ছে।’ এ ছাড়া নন–ক্যাডারদের পরীক্ষা, কর্মকর্তাদের বিভাগীয় পরীক্ষাগুলোতেও গতি এসেছে বলে মনে করেন সোহরাব হোসাইন। বাংলাদেশে সরকারি চাকরিগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে বিসিএসের চাকরি। গত কয়েকটি বিসিএসে ২ হাজার বা ২ হাজার ৫০০ পদের বিপরীতে গড়ে ৪ লাখের বেশি প্রার্থী আবেদন করেছিলেন। ভালো বেতন, চাকরির নিশ্চয়তা, সামাজিক মর্যাদা—এসব বিবেচনায় বিসিএসের চাকরিই তরুণদের কাছে সবচেয়ে বেশি পছন্দের।

সামনে যেসব বড় নিয়োগ

পুলিশ কনস্টেবল নিয়োগ বয়স কত – ৪০০০ কনস্টেবল নিয়োগের পরীক্ষার সময়সূচি 2022

ভূমি মন্ত্রণালয়ে কম্পিউটার অপারেটর পদে ৪৫৩ জন নেওয়া হবে। মন্ত্রণালয়ের ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় উপজেলা বা সার্কেল বা মেট্রো ভূমি অফিসে তিন বছরের জন্য অস্থায়ীভাবে এসব কর্মী নিয়োগ দেওয়া হবে। তিন পার্বত্য জেলার বাসিন্দা ছাড়া অন্য সব জেলার প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন। আবেদন করতে হবে ২২ মার্চের মধ্যে।

বাংলাদেশ পুলিশ বাহিনীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে দেশের ৬৪ জেলা থেকে ৪ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে। তাঁদের মধ্যে ৩ হাজার ৪০০ জন পুরুষ ও ৬০০ জন নারী।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনে (বিআইডব্লিউটিসি) ১১ পদে ১১০ জন লোক নেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ আগামী ১৫ মার্চ।

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) নবম ও দশম গ্রেডে ৭৮ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় ১৬ মার্চ।

ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) ১০ পদে ৮১ জন নিয়োগ দেবে।

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ২৭ পদে ৬২৬ জন লোক চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর আজকের নিয়োগ বিজ্ঞপ্তি
আজকের নিয়োগ বিজ্ঞপ্তি চাকরিপ্রার্থীদের জন্য সুখবর

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button