গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানযেকোনো সরকারি জবের জন্য সাধারণ জ্ঞানশিক্ষা

ICT থেকে গুরুত্বপূর্ণ তথ্য

Rate this post

©প্রথম web browser_____WWW

(এটি টিম বার্নাস লি ১৯৯০ সালে তৈরি করেন)

©Nescape Navigator উন্মুক্ত করা হয়—– ১৯৯৪

©Internet Exploer উন্মুক্ত করা হয়— ১৯৯৫

©Safari উন্মুক্ত করা হয়— ২০০৩ সালে

©LAN এর স্ট্যান্ডার্ড ভিত্তি—-IEEE 802

©Wifi এর স্ট্যান্ডার্ড ভিত্তি—-IEEE 802.11

© ব্লুটুথের স্ট্যান্ডার্ড ভিত্তি–_IEEE 802.15

©Wi-Max এর স্ট্যান্ডার্ড ভিত্তি—_IEEE 802.16

©প্রোগ্রাম থেকে কপি করা ডাটা থাকে— ক্লিপবোর্ড ও RAM

©স্যামসাং কোম্পানি প্রতিষ্ঠিত হয়—–১৯৬৯ সালে(দ.কোরিয়া)

©ওরাকল হচ্ছে—–মার্কিন যুক্তরাষ্ট্রের বহুজাতিক প্রতিষ্ঠান

©Oracle Corporation এর প্রতিষ্ঠাতা

——লরেন্স জে এলিসন

©ওরাকল প্রতিষ্ঠিত হয়—-১৯৭৭ সালে

©ওরাকলের সদরদপ্তর—ক্যালিফোর্নিয়া

®মাইক্রোসফটের জনক——বিলগেটস

©মাইক্রোসফট প্রতিষ্ঠিত হয়—-১৯৭৫

©মাইক্রোসফটের সার্চ ইঞ্জিনের নাম—-Bing

©মাইক্রোসফটের সদরদপ্তর—ওয়াশিংটন DC

©কম্পিউটার জগতের নাম করা প্রতিষ্ঠাতা—-মাইক্রোসফট

©IBM এর সদরদপ্তর—-নিউইয়র্কে

©এপল এর প্রতিষ্ঠাতা——স্টিভ জবস

©এপল প্রতিষ্ঠিত হয়—-১৯৭৬ সালে

©এপলের সবচেয়ে জনপ্রিয় পণ্য—–আইফোন

© কম্পিউটারের মাধ্যমে পারষ্পরিক যোগাযোগকে কী বলে ?– নেটওয়ার্ক।

©কম্পিউটারের প্রধান বৈশিষ্ট্য কি? —-নির্ভুলতা

©প্রথম মাইক্রো কম্পিউটার এর নাম কি?—-এ্যাপল।

©বিশ্বের সর্ব প্রথম ইলেকট্রনিক কম্পিউটার কি?

—- ENIC.

©এনালগ এবং ডিজিটাল কম্পিউটারের সমন্বয়ে গঠিত কোন কম্পিউটার?

উত্তরঃ হাইব্রিড কম্পিউটার।

©চতুর্থ প্রজম্নের কম্পিউটারের বৈশিষ্ট্য কি ?

উত্তরঃ মাইক্রোপ্রসেসর

©পঞ্চম ও ভবিষ্যৎ প্রজম্নের কম্পিউটারের বৈশিষ্ট্য কি ?

উত্তরঃ অধিক শক্তিশালী মাইক্রোপ্রসেসর এবং কৃত্রিম বুদ্ধিমত্তা।

©কম্পিউটারের প্রধান প্রিন্টেড সার্কিট বোর্ডকে কি বলে?

—– মাদার বোর্ড ।

©মাইক্রো প্রসেসর আবিষ্কৃত হয় কত সালে ?

—-১৯৭১ সালে (ব্যবহার শুরু হয় ১৯৭২ সালে)

©পেন ড্রাইভ- এর কাজ কী ?

—–তথ্য ষ্টোর করে রাখা

©CD কোন ধরনরে ডিভাইস ?

—–Optical Device

©IBM এর পূর্নরূপ কি?—-International Business Machine

©কত সালে আইবিএম পিসি বাজারে আসে ?—-১৯৮১ সালে

©বাংলাদেশে প্রথম কম্পিউটার আসে কত সালে?—-১৯৬৪ সালে

©বাংলাদেশের প্রথম কম্পিউটার স্থাপন করা হয় কোথায়?—পরমানু শক্তি কেন্দ্র।

©.Email এর CC এর পূর্নরূপ কি ?

—–Carbon Copy

©একটি Anti-Virus সফটওয়্যার এর নাম লিখ ?

—–Avast

©বিজয় বায়ান্নো কে তৈরি করেছেন ?—মোস্তফা জব্বার

©কী-বোর্ডের Shift, Ctrl, Alt কী গুলোকে কি বলে ?

—–কমান্ড কী।

©নিউমেরিক কী- কী বোর্ডের কোন দিকে থাকে ?—ডানদিকে

©কী-বোর্ডের কোন ফাংশন কী-কে Save as Button বলা হয় —- F12

©Whatsapp এর জনক কে ?

=Brian Acton and Jan Koman

©Li-Fi ( light fidelity) এর জনক কে ?

-by Harald Haas(২০১১ সালে)।Using light to transmit data allows Li-Fi to offer several advantages like working across higher bandwidth

©Wi-fi এর জনক কে ?

=ডাচ কম্পিউটার বিজ্ঞানী ভিক্টর ভিক হেরেস

©Wi-Fi uses— radio frequency

©ন্যানো প্রযুক্তির জনক কে ?

=রিচার্ড ফাইনম্যান

©Skype-এর জনক – Niklas Zennstrom and Janus Friis

©SHARE it এর উদ্ভাবক প্রতিষ্ঠান হচ্ছে— Lenovo

©মোবাইল ফোনে যোগাযোগ, ভিডিও কনফারেন্সিং ইত্যাদি ফুল ডুপ্লেক্স এর উদাহরণ।

© Cloud Computing সর্বপ্রথম ২০০৬ সালে চালু হয়।

©G-mail চালু হয় ১৯৯৮ সালে।

©Amazon প্রতিষ্ঠিত হয় —২০০৬ সালে

©IP (Internet Protocol) অ্যাড্রেস প্রদানকারী সংস্থার নাম IANA (Internet Assigned Numbers Authority).

© বিশ্বের ১ম ই-কমার্স সাইট— আমাজন ডট কম।

©১ ন্যানোমিটার= ১০^-৯ মিটার

©Yahoo প্রতিষ্ঠাতা—– David filo & Jerry yang

©Amazon প্রতিষ্ঠাতা :— বেস জোসেফ

©Google প্রতিষ্ঠাতা —Sergey brin & Larry page

©Wikipedia প্রতিষ্ঠিতা—- Jimmy Wales & Larry Sanger

©Facebook –প্রতিষ্ঠাতা Mark Zucherberg, Chris Hughes

©YouTube প্রতিষ্ঠাতা—- Jawed karid, Steve chen & Chad Harley

©Twitter প্রতিষ্ঠাতা —-Evan Williams Biz Stone & Jack Dorsey,,,

©Multitasking কাকে বলে?—–একই সময়ে একাধিক প্রোগ্রাম সচল রাখার ক্ষমতাকে বলে multitasking.

©টাস্কবার কাকে বল?—– ডেক্সটপের নিচের দিকে start লেখা সম্ফলিত বারকে টাক্স বার বলে।

©রিসাইকেলবিন কি—— রিসাইকেলবিন হচ্ছে একটি ট্রন্সজিট মেমোরি লোকেশন।

©Defragmentation কি—যে ইউটিলিটি প্রোগ্রাম একটি ডিস্কের গতি বৃদ্ধি করে তা হল defragmentation.

©ফরমেট কাকে বলে?Ans:ডিস্ককে তথ্য ধারণের উপযোগী করাকে ফরমেট বলে।©বিশ্বের প্রথম ল্যাপটপের নকশা করেন → বিল মোগরিজ

©সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল কম্পিউটার হলো → Mark – 1

©‘হার্ডডিস্ক’ মাপার একক হলো → গিগাবাইট

© মোবাইল ডিভাইসের প্রাণ বলা হয় → অ্যাপকে

© স্বচ্ছ টাচস্ক্রিন উদ্ভাবিত হয় → ১৯৭৪ সালে

©কম্পিউটার হার্ডওয়্যারের মধ্যে থাকে → ৩ টি অংশ

©কম্পিউটারে মেকানিক্যাল ডিভাইসকে বলা হয় → হার্ডওয়্যার

©IC আবিষ্কৃত হয় → ১৯৫৮ সালে

© ভাইরাস নামকরণ করেন → গবেষক ফ্রেডরিক কোহেন

© Fire fox OS কে সংক্ষেপে কি বলা হয়?—- B2G

©COD এর পূর্ণরূপ—– Cash on Delivery

©Oracle Corporation – এর প্রতিষ্ঠাতা কে?

উত্তর: Lawrence J. Ellison

©কমিউনিকেশন সিস্টেমে গেটওয়ে কি কাজে ব্যবহার করা হয়?—– দুই বা তার অধিক ভিন্ন ধরনের নেটওয়ার্ককে সংযুক্ত করার কাজে

© সাধারণত ইনফ্রারেড ডিভাইস ব্যবহার করা হয়—-WAN-এ

©WiMAX এর পূর্ণরূপ কি?: Worldwide Interoperability for Microwave Access

© কোনটি 3G Language নয়–—-Machine Language/Assembly Language

©LinkedIn কি ধরনের সার্ভিস?

—–এটি একটি বিজনেস অরিয়েন্টেড সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস

©প্রশ্ন: আইনের ৭ম ধারায় তথ্য প্রযুক্তির কতটি বিষয়কে আইনের আওতায় রাখা হয়েছে?— ২০

© প্রশ্ন: বাংলাদেশ তথ্য ডিজিটাল করনের ফলে সিদ্ধান্ত গ্রহণে কত ভাগ কম সময় লাগছে?—৮০-৯০

©দেশের ১৫টি চিনিকলের চাষি একযোগে তথ্য পাচ্ছে কোথা থেকে?—-ই- পুর্জি

©বাংলাদেশে কত সালের পরপর ই-কমার্সের প্রসার হয়?

—২০১১-১২

©কোনো দেশ প্রযুক্তিতে পিছিয়ে থাকলে কিভাবে অন্য দেশের সমান হতে পারে? —-Leap Frog এর মাধ্যমে

©রেজিস্ট্রি ক্লিন আপ ব্যবহার না করলে কি হয়?—-কম্পিউটার ঠিক ভাবে কাজ করে না

© BSA পূর্ণরূপ—Business Software Alliance

©GPS এর পূর্ণরূপ–Global Positioning System

©অ্যান্ড্রয়েড ব্যবহৃত হয় প্রথম — ফোনে।

—-HTC

© প্রতি সেকেন্ডে যে বিট টান্সমিট করা হয় তাকে বলে –

–Bandwith

© Coaxial Cable এর সাহায্যে ডিজিটাল প্রেরণ করা যায়_____ কিলোমিটার পর্যন্ত।

উত্তর: ১

©কম্পিউটার নেটওয়ার্ক কত প্রকার ?—- ৫

©Man এর উৎকৃষ্ট উদাহরন –

উত্তর: ক্যাবল টিভি নেটওয়ার্ক

© ক্রাউড কম্পিউটার এর সেবা দেয়া শুরু হয় –

উত্তর: ২০০৫ সালে

© দূরত্ব বেশি হলে বেস স্টেশনের সংখ্যা –

উত্তর: বাড়াতে হয়

©সংরক্ষিত ডেটাবেজকে বলে

উত্তর: Back end

©ইন্টারনেট একাউন্ট গ্রহণকারীদের বলা হয় – নেটিজেন

© Bar Code সাধারণত কোথায় ব্যবহার করা হয়? —— Supermarkets

©LAN card এর অপর নাম কি? —- NIC

©ইনস্টাগ্রাম চালু হয় কত সালের অক্টোবরে? —২০১০

©সর্বপ্রথম “রোবট” শব্দটি ব্যবহৃত হয় কত সালে?

—-১৯২০

©একটি মোবাইল ইউনিটে কতটি অংক থাকে? — ৩

©মোবাইল ফোনে GSM প্রযুক্তি চালু হয় কত সালে?—১৯৯১

©মোবাইল ফোনের তৃতীয় প্রজন্ম চালু হয়- —২০০০ সালে

© সিম্বিয়ান অপারেটিং সিস্টেমে ব্যবহৃত প্রথম মোবাইল ফোন- —এরিকসন আর ৩০৮

©Mozilla Firefox OS উদ্ভাবন হয় কত সালে?

—-২০১২

©ইনফ্রারেডের ডেটা ট্রান্সফার রেট কত?

— 1-4Mbps

©একটি LAN এ সর্বোচ্চ রিপিটার স্টেশন- ৪ টি

©হটস্পট প্রযুক্তি নয়- — Broadband

©ব্লুটুথের একটি পিকোনেটে সর্বোচ্চ কতটি স্ল্যাভ থাকতে পারে? — ৭

© কম্পিউটার নেটওয়ার্ক নয়– —–WAN

©ক্লাউড কম্পিউটিং প্রথম সেবা দেয়া শুরু করে- —-Amazon

©Tcp/IP প্রটোকলের উদ্ভাবন হয়- —১৯৮২ সালে

© Opera-mini’র জনক- স্টিফেন্সন

©Google e-book সেবা চালু হয়- —২০১০ সালে

©বর্তমানে মাইক্রোসফট এর প্রধান নির্বাহী কর্মকর্তা- — সত্য নাদেলা

© ই-কমার্সকে সাধারণত কয় ভাগে ভাগ করা যায়? —৪

© ব্লগিং এর জনক- —ইভান উইলিয়াম

© উইকিলিক্স কত সনে যাত্রা শুরু করে?

— ২০০৬

©বিশ্বের প্রথম মোবাইল ব্যাংকিং চালু হয় কখন? —১৯৯৭

©বাংলাদেশের কোন ব্যাংক সর্বপ্রথম মোবাইল ব্যাংকিং সেবা চালু করে? —ডাচ বাংলা ব্যাংক

© বুলেটিন বোর্ড ব্যবহৃত হয় কি কাজের জন্য? —- ইন্টারনেটে বিজ্ঞান প্রদানের জন্য

© GSM মোবাইল ফোনের জন্য থাকে– — SIM

© স্বচ্ছ টাচস্ক্রিন কত সালে উদ্ভাবন হয়?

—–১৯৭৪ সালে

©বাংলাদেশের একমাত্র অপটিক্যাল ফাইবার প্রস্তুতকারী প্রতিষ্ঠান কোথায় অবস্থিত?

—-খুলনা

©বর্তমান গুগলের প্রধান-

—-এরিক স্মিথ

©অটোমেটেড টেলার মেশিন” কি কাজে ব্যবহৃত হয়?

—ব্যাংকিং কার্যক্রমের জন্য ব্যবহৃত হয়

© IPVC কত বিটের হবে? —

১২৮

© ব্লু-টুথ ফ্রিকোয়েন্সি রেঞ্জ কত পর্যন্ত?

—-2.4 GHz

©কোন মোবাইল কোম্পানি বাংলাদেশে প্রথম আসে?

—-সিটিসেল

©মোবাইল ফোনের প্রথম প্রজন্মের সময়সীমা কত— ১৯৮০-১৯৯১ সাল পর্যন্ত

©GSM কি ধরণের চ্যানেল একসেস পদ্ধতি?

——সম্মিলিত

©বর্তমানে একমাত্র কোন দেশ 4G ব্যবহার করছে?

—- দক্ষিণ কোরিয়া

©সাবমেরিন কেবল কোথায় স্থাপন করা হয়?

—–সাগরের তলদেশে ©কোনটি খুবই দ্রুত গতির?

—SPX

©IPV4 ভার্সনের IP Address এর পরের দুটি অকটেট কি প্রকাশ করে? — Host ID

©ইন্টারনেট যে প্রোটোকলের অধীনে HTML আদান প্রদান করে– http

©কোনটি ছাড়া ইন্টারনেটে প্রবেশ করা সহজ নয়? — Web browser

©E-mail ঠিকানায় @ সর্বপ্রথম কত সালে ব্যবহৃত হয়?—– ১৯৭২ সালে

©Fiber Optic- Light signal ট্রান্সমিট করে

©মাইক্রোওয়েভের ফ্রিকুয়েন্সি রেঞ্জ 300 MHz – 30 GHz

©কৃত্রিম উপগ্রহের উদ্ভব ঘটে- ১৯৫০ এর দশকে

©কৃত্রিম উপগ্রহ থাকে ভূ-পৃষ্ঠ হতে ৩৬০০ কি.মি. উর্ধ্বে

©Bluetooth এর রেঞ্জ—- 10 -100 Meter

©Wi-fi এর গতি- 54 Mbps

©৪র্থ প্রজন্মের প্রযুক্তি- WiMax

©WiMax এর গতি- 75 Mbps

©FDMA = Frequency Division Multiple Access

©CDMA = Code Division Multiple Access

©GSM এর চ্যানেল- ১২৪টি (প্রতিটি 200 KHz)

©GSM এ ব্যবহৃত ফ্রিকুয়েন্সি— 4 ধরনের

©Fiber Optic- Light signal ট্রান্সমিট করে

©মাইক্রোওয়েভের ফ্রিকুয়েন্সি রেঞ্জ 300 MHz – 30 GHz

©কৃত্রিম উপগ্রহের উদ্ভব ঘটে- ১৯৫০ এর দশকে

©কৃত্রিম উপগ্রহ থাকে ভূ-পৃষ্ঠ হতে ৩৬০০ কি.মি. উর্ধ্বে

©Bluetooth এর রেঞ্জ—- 10 -100 Meter

©Wi-fi এর গতি- 54 Mbps

©৪র্থ প্রজন্মের প্রযুক্তি- WiMax

©WiMax এর গতি- 75 Mbps

©FDMA = Frequency Division Multiple Access

©CDMA = Code Division Multiple Access

©GSM এর চ্যানেল- ১২৪টি (প্রতিটি 200 KHz)

©GSM এ ব্যবহৃত ফ্রিকুয়েন্সি— 4 ধরনের

©GIF এর পূর্ণরূপ — Graphic Interchangeable

Format

©BMP এর পূর্ণরূপ — Bitmap

©JPEG এর পূর্ণরূপ — Joint Photographic Expert

Group

©PNG এর পূর্ণরূপ — Portable Network

©Wi-Fi র পূর্ণরূপ — Wireless Fidelity

©HTTP এর পূর্ণরূপ — Hyper Text Transfer

Protocol

©HTTPS এর পূর্ণরূপ — Hyper Text Transfer

Protocol Secure

©URL এর পূর্ণরূপ — Uniform Resource Locator

©IP এর পূর্ণরূপ— Internet Protocol

©UMTS এর পূর্ণরূপ — Universal Mobile

Telecommunication System

© RTS এর পূর্ণরূপ — Real Time Streaming

© AVI এর পূর্ণরূপ — Audio Video Interleave

©SIS এর পূর্ণরূপ — Symbian OS Installer File

©AMR এর পূর্ণরূপ — Adaptive Multi-Rate Codec

©JAD এর পূর্ণরূপ — Java Application Descriptor

©JAR এর পূর্ণরূপ — Java Archive

©MP3 এর পূর্ণরূপ — MPEG player lll

©3GPP এর পূর্ণরূপ — 3rd Generation

Partnership Project

©3GP এর পূর্ণরূপ — 3rd Generation Project

©MP4 এর পূর্ণরূপ — MPEG-4 video file

©SIM এর পূর্ণরূপ — Subscriber Identity Module

©3G এর পূর্ণরূপ — 3rd Generation

©GSM এর পূর্ণরূপ — Global System for Mobile

Communication

© CDMA এর পূর্ণরূপ — Code Divison Multiple

Access

©WMV এর পূর্ণরূপ — Windows Media Video

©WMA এর পূর্ণরূপ — Windows Media Audio

©WAV এর পূর্ণরূপ — Waveform Audio

©GOOGLE : Global Organization Of Oriented

Group Language Of Earth

©YAHOO : Yet Another Hierarchical Officious

Oracle

©WINDOW : Wide Interactive Network

Development for Office work Solution

©COMPUTER : Common Oriented Machine

Particularly United and used under Technical and

Educational Research

©VIRUS : Vital Information Resources Under

Siege

©UMTS : Universal Mobile Telecommunications

System

©AMOLED: Active-matrix organic light-emitting

diode

©OLED : Organic light-emitting diode

©IMEI: International Mobile Equipment Identity

© ESN: Electronic Serial Number

©UPS: uninterrupted power supply

©HDMI: High-Definition Multimedia Interface

©VPN: virtual private network

©APN: Access Point Name

©SIM: Subscriber Identity Module

©LED: Light emitting diode

©DLNA: Digital Living Network Alliance

©RAM: Random access memory

©ROM: Read only memory

©VGA: Video Graphics Array

©QVGA: Quarter Video Graphics Array

©WVGA: Wide video graphics array

©WXGA: Wide screen Extended Graphics Array

©USB: Universal serial Bus

©WLAN: Wireless Local area Network

🌹🌹 আরো গুরুত্বপূর্ণ বেশ কিছু পোস্ট শেয়ার করা আছে 🌹🌹

তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব ব্যাখ্যা করো
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কুইজ
ডিজিটাল বাংলাদেশ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলতে কি বুঝ ব্যাখ্যা করো
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ
আইসিটি কি
আইসিটি প্রশ্ন ও উত্তর ২০২১
আইসিটি প্রশ্ন ব্যাংক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button