AdmissionBD Job Circluarcircularnews24Job News BDPrivate Jobs | All Private Job News Hereআজকের নিয়োগ বিজ্ঞপ্তি

সম্পূর্ণ সরকারি খরচে প্রশিক্ষণ, জাপান ভ্রমণসহ থাকছে ভাতাও

Rate this post

সম্পূর্ণ সরকারি খরচে প্রশিক্ষণ, জাপান ভ্রমণসহ থাকছে ভাতাও

সম্পূর্ণ সরকারি খরচে প্রশিক্ষণের বিজ্ঞপ্তি দিয়েছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন মহিলা বিষয়ক অধিদফতর কর্তৃক পরিচালিত ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বাের্ড কর্তৃক অনুমােদিত কারিকুলাম অনুযায়ী ‘মহিলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্র’ নরসিংহপুর, জিরাবাে, সাভার। প্রতিষ্ঠানটি তাদের ৩৫ তম ব্যাচে (এপ্রিল-জুন/২০২২ সেশনে) প্রশিক্ষণার্থী ভর্তির জন্য দরখাস্ত আহ্বান করেছে।

  • বয়সসীমা: ১৮ থেকে ৩৫ বৎসর।
  • প্রার্থীর ধরন: শুধুমাত্র নারী

১. কোর্সের নাম: বেসিক কম্পিউটার (কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন)

নার্সিং ভর্তি হতে কত টাকা লাগে সকল বিষয় বিস্তারিত দেওয়া হল ।

শিক্ষাগত যোগ্যতা: এইচ.এস.সি পাশ/ তদূর্ধ্ব
মেয়াদকাল: ০৩ মাস।
আসন সংখ্যা: ২০ জন।

২. কোর্সের নাম: পেস্ট্রি অ্যান্ড বেকারী প্রােডাকশন

শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণী পাশ/ তদূর্ধ্ব
মেয়াদকাল: ০৩ মাস
আসন সংখ্যা: ১৫ জন।

৩. কোর্সের নাম: মাশরুম চাষ ও জৈব চাষাবাদ

শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণী পাশ/ তদূর্ধ্ব
প্রশিক্ষণের মেয়াদ: ০৩ মাস
আসন সংখ্যা: ১০ জন।

৪. কোর্সের নাম: ড্রেস মেকিং অ্যান্ড টেইলারিং

শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণী পাশ/ তদূর্ধ্ব
প্রশিক্ষণের মেয়াদ: ০৩ মাস
আসন সংখ্যা: ১৫ জন।

Local Government of Bangladesh, Rural Development and Cooperatives Ministry Job Circular 2022

প্রশিক্ষণার্থীদের জন্য যেসব সুযােগ-সুবিধা রয়েছে:

১. নিরাপত্তা সহকারে সম্পূর্ণ বিনা/সরকারি খরচে প্রশিক্ষণার্থীদের আবাসিকভাবে থাকা ও খাওয়ার সুব্যবস্থা আছে।
২. প্রশিক্ষণার্থীদের মাসিক ভাতা হিসেবে ৩০০/- (তিন শত) টাকা প্রদান করা হবে।
৩. উচ্চতর প্রশিক্ষণ গ্রহণের জন্য জাপানে যাওয়ার সুযােগসহ শিক্ষা সফরের ব্যবস্থা রয়েছে।

ভর্তির নিয়মাবলী:

আগ্রহী প্রার্থীরা সাদা কাগজে আবেদনপত্র লিখে ডাকযোগে, কুরিয়ার সার্ভিস অথবা ইমেইল করতে পারেন।

আবেদনের ঠিকানা: দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, মহিলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্র, নরসিংহপুর (গ্যারেজ), জিরাবাে সাভার, ঢাকা। অথবা [email protected] এই ঠিকানায় ইমেইল করা যাবে।

সরাসরি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ৩ এপ্রিল ২০২২ তারিখ সকাল ১০টার পূর্বে প্রশিক্ষণ কেন্দ্রে উপস্থিত থাকতে হবে।

সূত্র: দৈনিক প্রথম আলো, ২০ মার্চ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button