Education | শিক্ষাশিক্ষা

কোন কোন ধর্ম নারীদের নিয়ে কি কি বলছে দেখুন।

Rate this post

কোন কোন ধর্ম নারীদের নিয়ে কি কি বলছে দেখুন।

✩ ইহুদী ধর্ম বলে↴↴↴
নারীদের গুণের চেয়ে পুরুষদের দোষও ভাল।
✩ খ্রিষ্ট ধর্ম বলে↴↴↴
নারীরা নরকের দ্বার।
✩ বৌদ্ধ ধর্ম বলে↴↴↴
সকল পাপের মূলে নারী।
✩ হিন্দু ধর্ম বলে↴↴↴
নারীদের কোন উত্তরাধিকার নেই।
✩ গ্রিস ধর্ম↴↴↴
নারীরা শয়তানের প্রতিভূ।
🕋 আর ইসলাম ধর্ম বলে↴↴↴
১.মায়ের পায়ের নীচে সন্তানের জান্নাত।
২.যার ঘরে প্রথম কন্যা সন্তান হয়
সে আল্লাহর রহমত প্রাপ্ত।
৩.আল্লাহ খুশি হলে দুটি জিনিস দেন
বৃষ্টি এবং কন্যা সন্তান।
৪.যে ব্যাক্তি ৩ জন কন্যা সন্তানকে
দ্বীনি শিক্ষা দিয়ে লালন পালন করে এবং
উপযুক্ত পাত্রের সাথে বিয়ে দিলো,
তার জন্য জান্নাত…!!
৫.নারীরা যৌতুক দেবেনা।
উল্টো পুরুষেরা দেনমোহর দিয়ে
বিয়ে করবে।
৬.যে স্বামী তার স্ত্রীর চোখে
ভালো! সে জান্নাতী।
৭.স্ত্রীর ভরণপোষণসহ সকল দায়
দায়ীত্ব স্বামীর।
৮.একজন কন্যা শিশুর জন্মের পর তার বাবা,
বাবার অবর্তমানে তার ভাই দেখাশোনা করবে।
৯.যৌবনে স্বামীর এবং শেষ বয়সে তার
ছেলের জিম্মাদারি তে থাকবে।
১০.এলেম শিক্ষা করা নারী ও পুরুষ
উভয়ের জন্য ফরজ।
১১.মায়ের হক বাবার হকের চেয়ে
৩ গুন বেশি।
১২.নারীরা বাবার,স্বামীর,মৃত সন্তানের
সম্পদের অংশীদার।
√√ইসলামে উল্টো পুরুষদের সতর্ক করে বলা হয়েছে-
√√পুরুষের দৃষ্টি হলো – শয়তানের তীর√√
এর পরও যদি নারীবাদীরা বলে ইসলাম
তাদের স্বাধীনতা হরণ করেছে।
মর্যাদা দেয়নি, ঠকিয়েছে, তাহলে এটা হবে মুর্খতার পরিচয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button