গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানবিজ্ঞানযেকোনো সরকারি জবের জন্য সাধারণ জ্ঞান

পৃথিবীর পরিচিতি

Rate this post

🌎 পৃথিবীর পরিচিতি 🌏

১.পৃথিবীর মোট আয়তন কত?
=৫১,০১,০০,৫০০বর্গ কিলোমিটার।
২.পৃথিবীর স্থল ভাগের আয়তন কত?
=১৪,৮৯,৫০,৩২০বর্গ কিলোমিটার(২৯%)।
৩.পৃথিবীর জলভাগের আয়তন কত?
=৩৬,১১,৪৮,২০০বর্গ কিলোমিটার(৭১%)।
৪.মোট সমূদ্র এলাকার আয়তন কত?
=৩৩কোটি ৫২লাখ ৫৮ হাজার বর্গ কি:মি:।
৫.পৃথিবীর মোট উপকূল রেখার আয়তন কত?
=৩লাখ ৫৬হাজার বর্গ কি:মি।

আপনার NID দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে যাচাই করুন ২০২২
৬.পৃথিবীর সর্বচ্চো বিন্দুর নাম কি?
=মাউন্ট এভারেস্ট উচ্চতা ৮৮৫০ মিটার।
৭.পৃথিবীর সর্বনিম্ন বিন্দুর নাম কি?
=বেন্টলে সাবগ্লাসিয়াল ট্র্রেঞ্চ।
৮.পৃথিবীর মোট স্থল সীমা কত?
=২লাখ ৫০হাজার ৪৭২ কি:মি।
৯.বিশ্ব সর্বাধিক সীমন্ত বেস্টিত দেশ কোন গুলো?
=চীন ও রাশিয়া্।
১০.পৃথিবীতে পানি কত প্রকার?
=দুই প্রকার১.লবনাক্ত৯৭% ২.সুপেয়৩%।
১১.নিরক্ষরেখা বরাবর পৃথিবীর পরিধি কত?
=৪০,০৬৬কি:মি।
১২.মেরুরেখা বরাবর পৃথিবীর পরিধি কত?
=৩৯,৯৯২কি:মি।
১৩.নিরক্ষরেখা বরাবর পৃথিবীর ব্যাস কত?
=১২৭৫৩কি:মি।
১৪.নিরক্ষরেখা বরাবর পৃথিবীর ব্যাসার্ধ কত?
=৬৩৭৬কিমি।
১৫.মেরুরেখা বরাবর পৃথিবীর ব্যাস কত?
=১২৭১০কিমি।
১৬.মেরুরেখা বরাবর পৃথিবীর ব্যাসার্ধ কত?
=৬৩৫৫কি:মি।
১৭.পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে আসতে কত সময় লাগে?
=৩৬৫দিন ৫ঘন্টা ৪৮মি ৪৭সেকেন্ড।
১৮.পৃথিবীর নিজ অক্ষে একবার ঘুরে আসতে সময় লাগে কত?
=২৩ঘন্টা ৫৬মিনিট।
১৯.পৃথিবীর আবর্তনের গতি বেগ কত?
=৬৬,৭০০মাইল/ঘন্টা বা ১,,০৭,৩২০কি:মি।
২০.সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত?
=১৪কোটি ৯৫ লক্ষ কিমি প্রায়।
২১.পৃথিবীর একমাত্র উপগ্রহ কি?
=চাদ।
২২.পৃথিবীর উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন কত তারিখ?
=২১জুন।
২৩.দক্ষিন গোলার্ধে সবচেয়ে বড় দিন কোনটি?
=২২ডিসেম্বর।
২৪.সর্বত্র দিন রাত সমান কবে?
=২১মার্চ, ২৩ সেপ্টম্বর।
২৫.পৃথিবী কি কি উপাদান দিয়ে গঠিত ?
=লোহা ৩৫%, অক্সিজেন ২৮%, ম্যাগনেসিয়াম ১৭%, সিলিকন ১৩%,সালফার ২.৭%নিকেল ২.৭%ক্যালসিয়াম ১.২% অ্যালুমিনিয়াম ০.৪%।
২৬.পৃথিবীতে মোট মহাসাগর কতটি?
=৫টি। প্রশান্ত, আটলান্টিক, ভারত, দক্ষিন বা এন্টার্কটিকাও উত্তর বা আর্কটিক মহাসাগর।
২৭.বৃহত্তম ও গভীর মহাসাগর কোনটি?
=প্রশান্ত মহাসাগর।
২৯.কোন মহাসাগরের সর্বোচ্চ গভীর খাত আছে?
=প্রশান্ত মহাসাগরের মারিয়ানা ট্রেঞ্ঝ।
৩০.পৃথিবীর গভীরতম সাগর কোনটি?
=ক্যারিবিয়ান সাগর যার গভীরতা ২২৭৮৮ ফুট বা ৬৯৪৬মিটার।
৩১.পৃথিবীর বৃহত্তম সাগর কোনটি?
=দক্ষিন চীন সাগর যার আয়তন ২৯,৭৪,৬০০ বর্গ কি:মি।
৩১.পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি?
=নীল নদ ,আফ্রিকা.যার দৈর্ঘ্য ৬৬৬৯কিমি।
৩২.পৃথিবীর উচ্চতম দ্বীপের নাম কি?
=নিউগিনি (সমুদ্র তল থেকে যার উচ্চতা ৫০৩০মিটার বা ১৬৫০০ফুট।
৩৩.পৃথিবীর বৃহত্তম দ্বীপ হ্রদ কোনটি?
=ম্যানিটুলিন(হিউরন হ্রদ,আন্টরিও) যার আয়তন ১০৬৮ বর্গ কিমি।
৩৪.পৃথিবীর বৃহত্তম হ্রদ কোনটি?
=কাস্পিয়ান।
৩৫.পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি?
=বৈকাল ,রুশ ফেডারেশন , গভীরতা ৫৩১৫ ফুট বা ১৬২০মিটার।
তথ্যঃ- ইন্টারনেট, ফেসবুক গ্রুপ পোস্ট, পেজ পোস্ট, কমেন্টস, বন্ধুদের পোস্ট থেকে সংগ্রহ এবং সংযোজন করা এবং নানা জায়গায় পড়েছি, শুনেছি সেগুলো তুলে ধরলাম।
যদি কোনো ভুল থাকে তার জন্য ক্ষমাপ্রার্থী 🙏 শুধু ভুল না লিখে সঙ্গে সঠিক টাও লিখবেন। শুধু ভুল আছে বলে নিজের জ্ঞানের পরিচয় দেবেন না🙏
একজনের পক্ষে সব কিছু জানা সম্ভব না কিন্তু সবাই কিছু না কিছু জেনে। অতএব আপনার জানা কোনো তথ্য থাকলে কমেন্টস করবেন, পরে যোগ করে দেবো অন্য বন্ধুরাও জানতে পারবে।
ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন 👍
টাইমলাইনে রাখতে পারেন।
হয়তো কিছু কিছু জায়গায় ভুল থাকতে পারে, যদি ভুল আছে বলে মনে হয় প্লিজ কমেন্ট করবেন, আমি মডিফাই করে দেবো..
©CIRCULARNEWS24.COM
__ধন্যবাদ __

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button