গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানযেকোনো সরকারি জবের জন্য সাধারণ জ্ঞান

২১শে ফেব্রুয়ারির কিছু প্রশ্ন ও উত্তর।

Rate this post

২১ শে ফেব্রুয়ারি ও ভাষা আন্দোলন সম্পর্কিত তথ্য

১.একুশে পদকের প্রবর্তক কে?

ক) জিয়াউর রহমান,১৯৭৭

৩.’আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি|’এ গানের গীতিকার কে?

ক)আব্দুল গাফফার চৌধুরী

৪.’আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি|’এ গানের ১ম সুরকার কে?

ঘ)আব্দুল লতিফ

৫.আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি|গানটির বর্তমান সুরকার > আলতাফ মাহমুদ

৬.’সালাম সালাম হাজার সালাম ‘ এই গানটির গীতিকার কে?

খ)ফজল এ খোদা

৭.’সালাম সালাম হাজার সালাম ‘ এই গানটির সুরকার ও শিল্পী কে?

আ: জব্বার

৮.ভাষা আন্দোলন বিষয়ক উপন্যাস কোনটি?

ক)আরেক ফাল্গুন

৯. ভাষা আন্দোলন বিষয়ক নাটক “কবর ” লিখেছেন> মুনীর চৌধুরী

১০.“কবর ” নাটকটি প্রথম মঞ্চস্থ হয় কবে?

২১ শে ফেব্রুয়ারি ১৯৫৪

১১.স্বাধীনতার পর প্রথম ডাকটিকেটে কোন ছবি ছিল?

শহীদ মিনার

১২.দেশের বাইরে প্রথম শহীদ মিনার নির্মিত হয্ কোথায্?

জাপান

১৩.ভাষা আন্দোলনের ফলে কোন প্রতিষ্ঠান সৃষ্টি হয়েছিল?

বাংলা একাডেমী

১৪.ভাষা আন্দোলনের মুখপাত্র কোন পত্রিকা?

সাপ্তাহিক সৈনিক

১৫.১৯৫২ সালের ভাষা আন্দোলনের পূর্ব বাংলার মূখ্যমন্ত্রী কে ছিলেন?

খাজা নাজিমউদ্দিন

১৬.১ম কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্বোধন করেন কে?

শহীদ শফিউরের পিতা

১৭.’তমুদ্দিন মজলিস’ কত সালে জন্ম লাভ করে?

১৯৪৭ সালের সেপ্ট:

১৮.বাংলা ভাষা তৎকালীন পাকিস্তান সংবিধানে কত সালে গৃহীত হয় ? ১৯৫৬সালে

১৯.কতো তারিখে “রাষ্ট্রভাষা দিবস” ছিল?

২১ফেব্রুয়ারী,১৯৫২

২০.কেন্দ্রীয্ শহীদ মিনারের স্হপতি কে?

হামিদুর রহমান

২১. ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ভাষার জন্য কতজন শহিদ হন ? : ৪ জন।

২১ ফেব্রুয়ারি : রফিক,বরকত,জব্বার & আব্দুল সালাম।

২২ ফেব্রুয়ারি : শফিউর,আব্দুল আউয়াল, অহিউল্লাহ & অজ্ঞাত একজন।

সর্বমোট শহিদ হন ৮ জন

২২.রাষ্ট্র ভাষা বংলা চাই এর প্রথম প্রস্তাবক কে ?

দীরেন্দ্র নাথ দত্ত

২৩.জাতীয় শহীদ মিনারের প্রতিকটি কি প্রকাশ করে ?

মা তার সন্তানের মাতৃ ভাষার গল্প শুনাচ্ছে

২৪.ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়’ – এই গানটির গীতিকার কে?

গ)আব্দুল লতিফ

২৫.ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়’ – এই গানটির সুরকার কে?

গ)আব্দুল লতিফ

২৬.১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি কি বার ছিল?

গ. বৃহস্পতিবার

২৭.”এখানে যারা প্রান দিয়াছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার নীচে সেখানে আমি কাঁদতে আসি নি” – এর রচিয়তা –

মাহবুব আলম চৌধুরী

২৮.কাঁদতে আসি নি,ফাঁসির দাবি নিয়ে এসেছি” কবিতাটি লিখেছেন> মাহবুব আলম চৌধুরী

২৯.সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়?

১৯৫২ সালে

৩০.১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলা সনের কত তারিখ ছিল?

৮ ফাল্গুন ১৩৫৯

৩১.কোন দেশের দ্বিতীয় মাতৃভাষা বাংলা?

সিয়েরা লিওন

৩২.জাতীয় শহীদ মিনারের আয়তন ১৫০০ বর্গ ফিট বা ১৪০ বর্গ মিটার,উচ্চতা ৪৬ফিট বা ১৪ মিটার

৩৩.জাতীয় শহীদ মিনার উদ্বোধন করেন বরকতের মা হাসিনা বেগম ,১৯৬৩ সালের ২১ফেব্রুয়ারি।

৩৪.ইউনেস্কো কত তারিখে ২১শে ফেব্রুয়ারীকে আন্তরজাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়?

১৭ নভেম্বর, ১৯৯৯

৩৫.২১শে ফেব্রুয়ারীকে আন্তরজাতিক মাতৃভাষা দিবস হিসেবে ১ম কয়টি দেশ পালন করে?>১৮৮টি

৩৬.একুশের ১ম সংকলন করেন কে?>হাসান হাফিজুর রহমান

৩৭.“মোদের গরব মোদের আশা আ-মরি বাংলা ভাষা” – কবিতাটি কে লিখেছেন> অতুল প্রসাদ সেন

৩৮.বাংলা একাডেমির চত্তরের মুরাল হল>“মোদের গরব

৩৯.১ম-এ বাংলাদেশের বাইরে কোথায় বাংলা ভাষা শিক্ষা দেয়া হয়?>কানাডার টরেন্টো ইউনিভার্সিটিতে

৪০.কুমড়ো ফুলে নুয়ে পড়েছে লতাটা শীর্ষক কবিতাটি লিখেছেন > কবি আবু জাফর ওবায়দুল্লাহ ‘কোন এক মাকে

………………………………………………………….

ভূগোলের 100 টি প্রশ্ন ও উত্তর

ভর্তি/চাকরি পরীক্ষার সহায়ক

.

#ভূগোলের 100 টি প্রশ্ন ও উত্তর

১.ভারতের দুটি অন্তর্বহিনী নদীর নাম– লুনী ও মাহি।

২. ভারতে কোন রাজ্যের জনসংখ্যা সবচেয়ে কম–সিকিম।

৩. পৃথিবীর সবচেয়ে লবনাক্ত হ্রদ কোথায় অবস্থিত– ভানুগালু ( তুরষ্ক) ।

৪. টোডা উপজাতি ভারতে কোথায় দেখা যায়– নীলগিরি পার্বত্য অঞ্চলে।

৫. রামেশ্বর মন্দির কোন রাজ্যে অবস্থিত– তামিলনাডু।

৬. খাদার কী– নবীন পলিমাটি।

৭. ভাঙ্গার কী — প্রাচীন পলিমাটি।

৮. তিস্তা নদী কোন হিমবাহ থেকে উৎপন্ন হয়– জেমু হিমবাহ।

৯. ছোটনাগপুর মালভূমি কী জাতীয় মালভুমি– ব্যবচ্ছিন্ন।

১০. কোন মেঘে বৃষ্টি হয়– নিম্বাস।

১১. পশ্চিমবঙ্গের কোন জেলায় মহাকুমা নেই– কলকাতা।

১২. কোন বায়ু কে বাণিজ্য বায়ু বলা হয়– অয়ন বায়ু।

১৩. শীতকালে সাধারণত কোন মেঘে বৃষ্টি হয়– স্ট্র্যাটোকিউমুলাস।

১৪. টাইফুন কোথায় দেখা যায়– চিন ও জাপান উপকুলে।

১৫. হ্যারিকেন কোথায় দেখা যায়– পশ্চিম ভারতে।

১৬. সিডার ঝড় কোথায় দেখা যায়– ভারত ও বাংলাদেশ।

১৭. টর্নেডো সবচেয়ে বেশি কোথায় হয়– মার্কিন যুক্তরাষ্ট্রে।

১৮. ভারতে বৃহত্তম উপহ্রদ কোনটি– চিল্কা।

১৯. লোকটাক হ্রদ ভারতের কোথায় অবস্থিত– মনিপুরে।

২০. সম্বর হ্রদ ভারতের কোথায় অবস্থিত– রাজস্থান।

২১. ডালও উলার হ্রদ ভারতে কোথায় অবস্থিত– জম্বু ও কাশ্মীর।

২২. কোলেরু হ্রদ কোথায় অবস্থিত– তামিলনাডু।

২৩. ভারতে বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি– ডাল।

২৪. পূর্ব রেল পথের সদর কোথায়– কলকাতা।

২৫. কোন শিলায় জীবাশ্ম দেখতে পাওয়া যায়– পাললিক শিলায়।

২৬. রাজস্থানের মরু অঞ্চলে চলমান বালিয়াড়িগুলিকে কী বলে– ধ্রিয়ান।

২৭. ভারতে স্থলভাগের দক্ষিনতম প্রান্তের নাম– ইন্দিরা পয়েন্ট।

২৮. ভারতে কোন রাজ্য চাকমা জনগোষ্ঠীর মানুষ বসবাস করে– এিপুরা।

২৯. কোন নদীর গতিপথে হুড্রু জলে্রপাত সৃষ্টি হয়েছে– সুবর্ণরেখা।

৩০.ভারতে একমাত্র কোন অরন্যে সিংহ দেখা যায়– রাজস্থানের গির অরণ্যে।

৩১. নাকো হ্রদ কোন রাজ্য অবস্থিত– হিমাচল প্রদেশ।

৩২. কঞ্চনজঙ্ঘা জলপ্রপাত কোন রাজ্যে আছে– সিকিম।

৩৩. কালিকটের পরিবর্তিত নাম– কোঝিকোড়।

৩৪. দক্ষিণাত্যর লাভা মালভূমি অঞ্চল কী নামে পরিচিত– ডেকানট্র্যাপ।

৩৫. গাড়ো পাহাড়ের সবোচ্চ শৃঙ্গের নাম– নকরেক।

৩৬. পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ — মহেন্দ্রগিরি।

৩৭. লে শহর থেকে সরাসরি চিনে যাওয়া যায় কোন গিরিপথের মাধ্যমে– সাসার।

৩৮. পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি– কলসুবাই।

৩৯. পশ্চিম ভারতের তাপ্তী নদীর উপনদী– পূর্না।

৪০. ভারতে সবচেয়ে দীর্ঘ সমুদ্র সৈকত কোন রাজ্য আছে– মহারাষ্ট্রে।

৪১. কোন কোন তারিখে পৃথিবীর দুই গোলাধের দিন- রাত্রি সমান হয়– ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর।

৪২. ভারতের প্রাচীনতম পর্বতের নাম– আরাবল্লী।

৪৩. ভারতের বৃহত্তম লৌহ- ইস্পাত কেন্দ্র– ছত্তিশগড়ের ভিলাই।

৪৪. কোন রাজ্যের উপকূল রেখা দীর্ঘতম– গুজরাট।

৪৫. ভারতের দীর্ঘতম বাঁধের নাম– হিরাকুঁদ।

৪৬. বিশ্বের বৃহত্তম নদী দ্বীপ– মাজুলি দ্বীপ।

৪৭. পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ– সান্দাকফু।

৪৮. পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চল দিয়ে প্রবাহিত একটি নদীর নাম– ময়ুরাক্ষী।

৪৯.ভারতের সর্ববৃহৎ তৈল শোধানাগার– জামনগর।

৫০.ক্ষুদ্রতম কেন্দ্রশাষিত অঞ্চল– লাক্ষাদ্বীপ।

৫১. ভারতের সর্বোচ্চ জলপ্রপাত–যোগ।

৫২. ভারতের প্রথম সূর্যোদয় হয়– অরুণাচল প্রদেশ।

৫৩. লাক্ষ্মদ্বীপপুঞ্জের সবচেয়ে বড় দ্বীপ — মিনিকয়।

৫৪. ভারতে সবচেয়ে উঁচুতে অবস্থিত সড়ক পথ — খারদুংলা সড়ক।

৫৫. ভারতের গভীরতম বন্দর — বিশাখাপত্তনম।

৫৬. বিশ্বের সবচেয়ে দ্রুতগামী ঝড়ের নাম– টর্নেডো।

৫৭.নাসিকের কুম্ভমেলা কোন নদীর তীরে হয়– গোদাবরী।

৫৮. মানচিত্রে অস্তিত্ব নেই এমন একটি দেশের নাম– বেলেডোনিয়া।

৫৯.ভারতে সবচেয়ে বড় প্রবাল দ্বীপ– লাক্ষাদ্বীপ।

৬০. ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র — সিদ্রাপং।

৬১. বিশ্বের জনবহুল শহর কোনটি– টৌকিও।

৬২. যে মহাকাশ যানে মানুষ প্রথম চাঁদে পর্দাপন করে তার নাম– অ্যাপেলো।

৬৩. মাদুমালাই অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত– তামিলনাডু।

৬৪. প্রশান্ত মহাসাগরের সর্ববৃহৎ দ্বীপ — মাদাগাস্কার।

৬৫. নাথিলা গিরিপথ কোন রাজ্যে অবস্থিত– সিকিম।

৬৬.অাঙ্কোরভাট মন্দির কোন দেশে অবস্থিত– কম্বোডিয়া।

৬৭. মধুবনী শিল্প কোন রাজ্যে– বিহার।

৬৮.কোন নদীতে গ্র্যান্ড ক্যানিয়ান গিরিখাত সৃষ্টি হয়েছে– কলোরাডো।

৬৯.পৃথিবীর দীর্ঘতম প্রবাল প্রাচীর কোনটি– গ্রেট ব্যারিয়ার রিফ।

৭০. বিশ্বের বৃহত্তম নিরক্ষীয় চিরহরিৎ অরণ্য কোথায়– আমাজন অববাহিকায়।

৭১. আটাকামা মরুভূমি কোথায় অবস্থিত– চিলি।

৭২. গোবি মরু ভুমিটি অবস্থিত– মঙ্গোলিয়ায়।

৭৩. পৃথিবী যে ছায়াপথে অবস্থিত তার নাম কী– আকাশগঙ্গা।

৭৪ বিশ্বের সবচেয়ে দুষিত শহর– মেস্কিকো।

৭৫. ভূমিকম্প হেতু বিশাল সামুদ্রিক ঢেউকে বলে– সুনামি।

৭৬. ভূমিকম্পের দেশ বলে– জাপানকে।

৭৭. পৃথিবীর সর্বাধিক জলবিদুৎ উৎপাদন করে– আমেরিকা যুক্তরাষ্ট্র।

৭৮. বিশ্বের সবচেয়ে বজ্রপাত হয়– হাওয়াই দ্বীপ

৭৯. বিশ্বের বৃহত্তম মহাদেশ– এশিয়া।

৮০. পৃথিবীর মধ্যেসবচেয়ে বৃহৎ তৈল শোধানাগার– আবাদানে।

৮১. পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়– মৌসিনরাম।

৮২. পৃথিবীর উষ্ণতম স্থান– জেকোবাবাদ।

৮৩. পৃথিবীর বৃহত্তম দ্বীপ– গ্রিনল্যান্ড।

৮৪. পৃথিবীর বৃহত্তম মালভূমি– তিব্বতের মালভূমি।

৮৫. পৃথিবীর উচ্চতম জলপ্রপাত হল– অ্যাঞ্জেল ফলস।

৮৬.সুন্দরবন বিখ্যাত গাছ– সুন্দরী।

৮৭. ভারতে বৃহত্তম সার কারখানা– সিন্ধ্রিতে।

৮৮.পশ্চিমবঙ্গের প্রায় মাঝ খান দিয়ে কোন রেখা টানা হয়েছে– কর্কটক্রান্তিরেখা।

৮৯. পশ্চিমবঙ্গের নবীনতম অংশ– গঙ্গার বদ্বীপ।

৯০. পশ্চিমবঙ্গের কোন নদীতে জোয়ার ভাঁটা হয়– হুগলি।

৯১. ভারতের রূঢ় বলা হয়– দুগাপুরকে।

৯২. পশ্চিমবঙ্গের ধানের ভান্ডার বলা হয়– বর্ধমানকে।

৯৩. ভারতের প্রাসাদ নগরী বলা হয়– কলকাতাকে।

৯৪. পশ্চিমবঙ্গের কোন শহর কে শৈল শহর বলে– দার্জিলিং।

৯৫. পশ্চিমবঙ্গের দুঃখের নদ বলে– দামোদর নদকে।

৯৬.তিব্বতে ব্রহ্মপুত্র নদী কী নামে পরিচিত– সাংপো।

৯৭. গরুমারা অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত– জলপাইগুড়ি।

৯৮. আর্ন্টাকটিকার তুষার ঝড়কে কী বলে– ব্লিজার্ড।

৯৯. রামধনুর দেশ বলে– হাওয়াই দ্বীপপুঞ্জকে।

১০০.পশ্চিমবঙ্গের সর্বাধিক জনসংখ্যাযুক্ত জেলা– উত্তর চব্বিশ পরগনা।

পূর্ব বাংলা ভাষা কমিটির সভাপতি কে ছিলেন
মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা দিবস সম্পর্কিত বাছাই করা ২০০ টি প্রশ্ন ও উত্তর
ভাষা আন্দোলন সম্পর্কে ৫ টি বাক্য
মুক্তিযুদ্ধের প্রশ্ন ও উত্তর
২১শে ফেব্রুয়ারি নিয়ে প্রশ্ন
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কুইজ
ভাষা আন্দোলন নিয়ে প্রশ্ন
ভাষা আন্দোলন mcq

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button